প্রধানত ঘটনাটি উত্তর চব্বিশ পগনার শিয়ালদহ স্টেশনের বেশ কিছু শাখায় ঘটে।রেলের তরফ থেকে নেওয়া এই বিশেষ উদ্যোগ ছিল এই চিত্রাঙ্কনগুলির মাধ্যমে সকলের মধ্যে পরিবেশ বান্ধব বার্তা পৌঁছানো।২০৩০ সালের মধ্যে ভারতের সমস্ত রেল স্টেশন গুলিকে “গ্রিন রেলওয়ে” তে পরিবর্তন করার লক্ষ্যই ছিল ভারতীয় রেল দপ্তরের। রেল কর্তপক্ষ রেলওয়ে প্ল্যাটফর্ম ও তার আশেপাশে জায়গাগুলি পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখার জন্যে “বায়ো টয়লেট”তৈরি করছে এবং জলবায়ুর এই অকাল পরিবর্তন ও বিশ্ব উষ্ণাযনের বিরুদ্ধাচরণ করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছেন।
সূত্রে জানা গিয়েছে- আর্ট কলেজের ছাত্র-ছাত্রীরা প্রধানত অয়েল পেইন্টিং ও তুলির সাহায্যে এই পরিবেশবান্ধব সম্পর্কিত চিত্রাঙ্কন ফুটিয়ে তুলছে স্টেশনের দেওয়াল গুলিতে।
চলতি বছরের মধ্যেই এই উদ্যোগটি কতটা সাফল্য পেয়েছে সেটা পর্যবেক্ষণ এর জন্যই শিয়ালদহ মেইন শাখার বিভিন্ন স্টেশনে আসতে পারেন পূর্ব রেলের উচ্চ আধিকারিকরা। তার জন্যই আগে থেকে রেল স্টেশন গুলিকে এমন ভাবে সাজিয়ে তোলার পরকল্পনা নেওয়া হয়েছে।
নিত্যযাত্রীরা অনেকেই রেল কর্তৃপক্ষের নেওয়া এই পরিকল্পনা টির প্রশংসা করেছেন এবং স্টেশন গুলোকে আগের তুলনায় বেশি সুদৃশ্য লাগছে বলে মনে করছেন আবার ,এই প্রচেষ্ঠার মাধ্যমে রেল স্টেশন পরিষ্কার রাখার মানসিকতা তৈরি হতে পারে বলে অনেকের অভিমত।