গত বছর অগস্টে আফগানিস্তান দখলের পর একের পর এক বিনোদন মাধ্যম কে বন্ধ করেছে তালিবান সরকার। এরপর, সম্প্রতি ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও অনলাইন মাল্টি প্লেয়ার গেম পাবজি নিষিদ্ধ ঘোষণা করেছে তালিবান। তাদের দাবি, এই ধরনের গেম ও অ্যাপ ব্যবহারের মাধ্যমে দেশের যুব সমাজ যাতে বিপথগামী না হয় তাই এই ব্যবস্থা নিয়েছেন তাঁরা। গত, ২১ শে এপ্রিল বৃহষ্পতিবার মন্ত্রিসভায় এই দু’টি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় তালিবান সরকার।
সূত্রের খবর মারফত জানা যাচ্ছে, দেশের কোনো টিভি চ্যানেল ‘অনৈতিক’ কোনো কিছু সম্প্রচার করলে সেগুলোও নিষেধাজ্ঞার আওতায় আসবে । যদিও তালিবান আফগানিস্তান দখল করার পর খবর এবং ধর্মীয় বিষয় ছাড়া কোনো কিছুই টেলিভিশনে দেখানো হয় না। আফগানিস্তানে ইন্টারনেট ব্যবহারেও রয়েছে নানান ধরনের নিষেধাজ্ঞা। ৩ কোটি ৮০ লক্ষের এই দেশে কেবলমাত্র ৯০ লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করে । একটি আন্তর্জাতিক সংস্থার সমীক্ষার মাধ্যমে জানা গিয়েছে, তালিবান শাসনে আফগানিস্তানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দুর্দশায় রয়েছেন।
উল্লেখ্য, আফগানিস্তানে ১৯৯৬-২০০১ পর্যন্ত তালিবান শাসনে সংগীত, টেলিভিশন ও চলচ্চিত্র, সবরকম বিনোদনের মাধ্যম নিষিদ্ধ ছিল। আইন যারা অমান্য করত তাদের ভয়াবহ শাস্তির দেওয়া হত। ২০০১ সালে তালিবান শাসনের অবসান হওয়ার পর আফগানিস্তানে ব্যাপক হারে সংগীত চর্চার প্রসার ঘটে ও গড়ে অথে জাতীয় সংগীত প্রতিষ্ঠানও। পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নিতে শুরু করে সংগীতে। তবে আফগানিস্তানের সেসব সাংস্কৃতিক চর্চা আবার অবলুপ্তির পথে যেতে শুরু করেছে।