জি ২০ সম্মেলনের জন্য ভারতের নিউ দিল্লিতে এসেছে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীরা। ইতিমধ্যেই গতকাল সম্মেলনের ফাঁকে বৈঠক করেন চিনা বিদেশ মন্ত্রী কিন গ্যাং ও ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে।
প্রসঙ্গত সদ্যইই গত ডিসেম্বরে চিনা বিদেশমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন কিন গ্যাং। এবং এই বৈঠকই জয়শঙ্কর ও গ্যাং এর প্রথম বৈঠক। সেই বৈঠকে সীমান্তে শান্তিভঙ্গের প্রসঙ্গ উত্থাপিত করেছেন জয়শঙ্কর। কিন্তু সে ব্যাপারে কথা বলার উপযুক্ত জায়গা এই মঞ্চ নয় বলে জানায় চিন। পাল্টা ভারত জানিয়ে দিল ভারতের সঙ্গে চিনের সম্পর্ক ‘স্বাভাবিক নয়’ জানিয়েছে বলে সাউথ ব্লক সূত্রের খবর। তবে সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুদেশই পদক্ষেপের ব্যাপারে সহমত হয়েছে বলে জানা গিয়েছে। কিন গ্যাং এর মতে ভারতের সঙ্গে ফের সুসম্পর্ক আদায় করতে ইচ্ছুক চিন। তিনি মনে করছেন দুই প্রতিবেশী দেশ ই অর্থনৈতিক দিক থেকে প্রভাব বিস্তার করছে।
বৈঠকের মূল সুর ছিল ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে। দুই পক্ষই এই সমস্যা গুরুত্ব সহকারে দেখবে বলেই জানা যাচ্ছে।