সেনাবাহিনী ও আধাসেনার মধ্যে চলা লড়াইয়ের কারণে ভয়ানক রূপে পরিণত হয়েছে সুদান। আমেরিকা ও সৌদি আরব চেষ্টা করেও থামাতে পারছে না এই লড়াই, ইতিমধ্যেই অনাহারের কারণে প্রাণ ৬০টি শিশু।
সুদানে চলছে এখন ক্ষমতা দখলের সংঘর্ষ,সেই লড়াইয়ে মেতে উঠেছে সেই দেশেরই সশস্ত্র বাহিনীরই দুই জেনারেল-সেনাপ্রধান আবদেল আল ফতা আল বুরহান ও জেনারেল মহম্মদ হামদান দাগালো। দুজনই ক্ষমতা প্রাপ্তের আশায় এতটাই মত্ত হয়ে উঠেছে যে কোনো রক্তক্ষয় মানছেন না,তাদের কারণে পশ্চিমের দারফুর এলাকায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।খারতুম শহরে ও প্রাণ হারিয়েছেন অনেকেই। ইতিমধ্যেই এই দুজন এর বিরুদ্ধে লুটতরাজ,নৃশংসতা ও ধর্ষণে মদতের অভিযোগ করা হয়েছে।আবদেল আল ফতা আল বুরহান হলেন সেনাপ্রধান এবং ২০১৯ থেকে দেশের সর্বোচ্চ শাসনব্যবস্থার জন্য ভারপ্রাপ্ত কাউন্সিলের প্রধান এবং জেনারেল মহম্মদ হামদান দাগালো হলেন দেশের আধাসামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্স’ (আরএসএফ)-এর প্রধান।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়,খারতুম শহরে অনাথ আশ্রমে অনাহারের কারণে গত কয়েক সপ্তাহে মোট ৬০টি শিশু।এবং বেশিরভাগই সদ্যোজাত শিশু।মায়কোমা নামের ওই অনাথ আশ্রমে কর্মী ও মানবাধিকার সংগঠনগুলির স্বেচ্ছাসেবকদের করা ভিডিও এর মাধ্যমে জানা যায় ওই অনাথ আশ্রমে শিশুদের দুর্দশার কথা। এই ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব।অ্যাসোসিয়েটেড প্রেসকে ফোনের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আফকার ওমর মুস্তফা ওরফে ওই অনাথ আশ্রমটির কর্মী বলেন “প্রথমদিন থেকেই আমরা যানতাম যে এই দিন আসবে। এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ।”