‘স্টোন অব স্কোন’- ভাবছেন এটা আবার কী? এটির আরেক নাম ‘স্টোন অব ডেস্টিনি’। সিংহাসনের মধ্যেই রাখা সুপ্রাচীন একটি পাথর, যেই পাথরের নামই হলো ‘স্টোন অব স্কোন’। আগামী ৬ মে, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠান উপলক্ষে আরও এক বার দেখা যাবে সেই ‘স্টোন অব স্কোন’- দেওয়া সাতশো বছরের প্রাচীন সিংহাসনটিকে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে সিংহাসনটির রক্ষণাবেক্ষণ ও মেরামতি কাজ চলছিল। বিশেষ দিনটির জন্য আরও এক বার সাজিয়ে তোলা হচ্ছে তাকে। দীর্ঘ সময় ধরে ব্রিটেনের ইতিহাস, নানা ওঠা পড়ার সাক্ষী এই সিংহাসনটি। জানা যাচ্ছে, ১৩০৭ সালে এই সিংহাসন তৈরি করিয়েছিলন রাজা প্রথম এডওয়ার্ড। উচ্চতায় এই সিংহাসনটি প্রায় ২.০৫ মিটার, অনেক বছর আগে এটিকে সোনার পাতে মুড়ে, রংবেরঙের কাচ দিয়ে সাজানো হয়েছিল। এমনকি ওক কাঠের সিংহাসনে খোদাই করা হয়েছিল, নানা ধরনের পশু, পাখি আর সাধুর মূর্তি রয়েছে সিংহাসনটিতে ।
ব্রিটেনে যত রাজা-রানির রাজ্যাভিষেক হয়েছে, তার সাক্ষী হয়েছে গত সাতশো বছরের এই সিংহাসনটি। ক্রিস্টা ব্লেসলি, যিনি এই সিংহাসনটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছেন, তাঁর কথা অনুযায়ী, সিংহাসনটি খুবই ভঙ্গুর অবস্থায় রয়েছে। ওপরের স্তরগুলি খসে খসে পড়ছে। সেটির গঠনও বেশ জটিল। গত চার মাস ধরে সিংহাসনটি মেরামতি করছেন ক্রিস্টা।