স্নাতকে এবারসেল্ফ ফিনান্সিং কোর্স যোগ করার কথা ভাবছে উচ্চশিক্ষা দপ্তর, ইতিমধ্যেই জানা যাচ্ছে এই ধরনের কোর্স যোগ করে বদল আনার কথা ভাবছে রাজ্য।
কিন্তু এরকম কোর্স সরকারি ও অনুদানপ্রাপ্ত কলেজে চালু করতে চাইলে আগে থেকে আবেদন দিতে হবে কিন্তু এই কোর্সে কোনোরকম অনুদানপ্রাপ্ত সাহায্য করবে না রাজ্য, কোনও ভূমিকা থাকবে না ডিপিআই এর, ভূমিকার মধ্যে বলতে গেলে উনি 6 জনের একটি দলই শুধু পাঠাবেন।
সরকারি কলেজের নতুন বিষয়ের জন্য আবেদন জানাতে হবে সদস্য সচিবের কাছে, তারপর উচ্চশিক্ষা দপ্তরে চূড়ান্ত অনুমোদনের জন্য সেটি যাবে ও সাহায্যপ্রাপ্ত কলেজের জন্যও সেই একই নিয়ম। যদি সেল্ফ ফিনান্সিং হয় রাজ্য অনুমোদন দেবে অন্য বিষয়ে অর্থ দপ্তরের অনুমোদন চাই। সংসদের ভাইস চেয়ারম্যান (শিক্ষা), যুগ্ম সচিব, শিক্ষা আধিকারিক, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, সংসদের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ প্রতিনিধি এবং ডিপিআইয়ের প্রতিনিধির থেকে এই কমিটির 11 দফা শর্তগুলি খতিয়ে দেখবেন। এই কমিটি শিক্ষক ও ছাত্র অনুপাত, পরিকাঠামো খতিয়ে দেখে এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট দেবে। তা খারাপ হলে উচ্চশিক্ষা দপ্তরে অনুমোদনের জন্য পাঠাবে সংসদ।