সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ার ছিল বেশ কিছু দিন ফাঁকা। তবে বৃহস্পতিবার রাজ্যের প্রস্তাব অনুযায়ী রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য লা গনেশন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে বহাল করেন সহ উপাচার্য আশীষ কুমার চট্টোপাধ্যায় কে।
১৩ ই সেপ্টেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালী চক্রবর্তীর পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। তবে সেই আবেদনও খারিজ করে দেয় শীর্ষ আদালত। সেই থেকেই হয় সমস্যার সূত্রপাত। তবে সমস্যার সমাধান করতে সফল রাজ্য। সূত্রের খবর ৩ মাসের জন্য আশিষ বন্দ্যোপাধ্যায় কে অস্থায়ী উপাচার্যের পদে বহাল করার পাশাপাশি তিন সদস্যের সার্চ কমিটি গঠন করারও সম্মতি দেন রাজ্যপাল। মূলত নতুন উপাচার্য নিয়োগের জন্যই এই পদক্ষেপ।