রবিবার ইডেনে বাংলার দাদা সৌরভ গাঙ্গুলির সাথে জমিয়ে ক্রিকেট খেলতে দেখা গেল বলিউডের বিখ্যাত অভিনেতা রণবীর কাপুর, সম্প্রতি রোগীদের আসন্ন ছবি তু ঝুঠি মে মাক্কর এর প্রোমোশনের কাজে কলকাতায় আসেন এবং সেই সূত্রেই দেখা হয় দাদার সাথে।
দুজনকে একসাথে কথা বলতে ও ক্রিকেট খেলতে দেখা যায় এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া গেছে সেই ভিডিও। নেটিজেনদের মতে রণবীরকে সৌরভের বায়োপিক করতেও দেখা যেতে পারে। আগে অবশ্য রণবীরের ইডেন গার্ডেনে আসার কথা জানা যায়। সৌরভ গাঙ্গুলির বায়োপিকের কথা হচ্ছে 2019 থেকে। অনেকে আন্দাজ করছেন মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকের সময় যেমন সুশান্ত সিংহ রাজপুত ধোনির সাথে অনেক সময় কাটিয়েছিলেন যাতে তার হাঁটার ধরন, চালচলন, আদব কায়দা তিনি স্ক্রিনে যেমন ভালো করে ফুটিয়ে তুলতে পারেন । রনবীর হয়ত একই কারণে গাঙ্গুলির সাথে দেখা করেছেন।
বায়োপিকের জন্য সৌরভের বাড়ির সদস্যদের ও তার সাক্ষাৎকার নেওয়া হবে। গত মাসে ডোনা গাঙ্গুলি মিডিয়াকে জানান “এই বায়োপিকের মূল চরিত্র কে হবেন তা পরিচালক ও প্রযোজক-ই ভালো বলতে পারবেন তাদের মতামত ভালো হবে বলেই আশা করা যায়।” কিন্ত লর্ডসে সেই জার্সি ওড়ানোর দায়িত্ব কার কাঁধে পড়বে তা নিয়ে আপাতত কিছু জানা যায়নি।