সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে অধীর আগ্রহে বসে আছেন তার ফ্যানেরা। তবে কে সৌরভ গাঙ্গুলির চরিত্র টিকে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে সবার। বার বারই কানা ঘুষো শোনা যাচ্ছে রণবীর সিং এর নাম। শোনা যাচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি রণবীর তার নিজের ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’-র প্রচারের কলকাতায় আসতে চলেছেন,আর ঠিক সেই সময়েই একই সময় দুটি সিনেমার প্রচার মাধ্যমে দর্শকদের চমক দেবেন তিনি। তবে আরো গুজন উঠেছে যে, ছবির প্রচার ছাড়াও সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করবেন রণবীর সিং এই বারের কলকাতা সফরে।
দাদার বায়োপিক টি বড় পর্দায় প্রযোজনার দায়িত্বে রয়েছেন লভ ফিল্মস। যার কর্ণধার পরিচালক লভ রঞ্জন। তাঁরই ছবি তু ঝুটি ম্যায় মক্কার অর্থাৎ রনবীর ও শ্রদ্ধা নতুন ছবি । তবে সত্যি কি সৌরভের বায়োপিকে অভিনয় করছেন রণবীর? এ নিয়ে তেমন কিছু জানা না গেলেও , এতদিন পর সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে মুখ খুললেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলি, তাঁর কথায় আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানি না। অন্য দিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাসের কথায়, এই ছবি নিয়ে এখনও পর্যন্ত কোনরকম কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন ৮-৯ মাস লাগবে দাদার বায়োপিকের জন্য অভিনেতা নির্বাচন করতে। সব কিছু ঠিক ঠাক হলে সৌরভ গাঙ্গুলি নিজেই তার ফ্যানদের জানাবেন। এই ছবির অন্যতম প্রযোজক অঙ্কুর গর্গের কথায়, সত্যি বলতে বায়োপিকে কোনও রকম খবর নেই আপাতত। অন্যদিকে রণবীর কপূরও জানিয়েছেন যে, আপাতত কোনও বায়োপিকে কাজ করবেন না তিনি।