কয়েকদিন আগেই কলকাতার বেশ কয়েকটি নামি বেসরকারি স্কুল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায়। অশোক হল ও জিডি বিড়লার মতো নামি স্কুলগুলোর বাইরে অভিভাবকদের বিক্ষোভ দেখা যায় ফি বৃদ্ধি নিয়ে। স্কুলের তরফে জানানো হয়েছিল আইনশৃঙ্খলার অবনতি, অভিভাবকদের বিক্ষোভ ও পড়ুয়াদের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিধান্ত নেওয়া হয়েছে। এই আবহকে ঘিরেই এবার বিভিন্ন বেসরকারি স্কুলগুলি, ছাত্রছাত্রীদের ভরতি হওয়ার পূর্বে তাদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা লিখিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
স্কুলগুলি মুচলেকা পত্রে জানিয়েছে অভিভাবকেরা তাদের সোশ্যাল মিডিয়া বা অন্যান্য কোনও মাধ্যমে স্কুল সম্বন্ধে এমন কিছু লিখতে বা মন্তব্য করতে পারবে না যার দরুন স্কুলের সুনাম নষ্ট হতে পারে। স্কুল বিরোধী কোনও বিক্ষোভ করা যাবে না এমনকি স্কুলের কোনও সিদ্ধান্ত বদলের জন্য কোনও বিক্ষোভমূলক আচরণ করা যাবে না। এছাড়াও মোট সাতটি বিষয়ের উল্লেখ করা হয়েছে সেই মুচলেকা পত্রটিতে। এমনই মুচলেকা পত্র জমা দিলে তবেই ছাত্রছাত্রীদের স্কুলে ভরতি নেওয়া হবে এবং স্কুলে আসতে পারবে এমনটাই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
নিউটাউনের দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস), ডানকুনি পাঠভবন-সহ বেশ কয়েকটি স্কুল এমন মুচলেকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য বিষয়টি হল স্কুলের ফি বৃদ্ধি নিয়ে এবং স্কুলের কোনও সিদ্ধান্ত বদলের জন্য অভিভাবকদের মধ্যে যে বিক্ষভমূলক আচরণ দেখা যায় তার প্রতিবাদেই স্কুল কর্তৃপক্ষরা এমন সিধান্ত গ্রহন করেছে। এবং স্কুল কর্তৃপক্ষের দাবি এর সরাসরি প্রভাব শিশু মনে পড়ে এইসব বিষয়ে সমাধানের জন্যই এমন পদক্ষেপ গ্রহন করা হয়েছে।