ভাইরাল হল স্কুলে পড়ানো এক শিশুর ভিডিও। এক খুদে পড়ুয়া পড়াচ্ছে তার সহপাঠীদের, অসাধারণ তার সেই পড়ানোর কৌশল নেট মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।
গত মঙ্গলবার ১৮ ই অক্টোবর ‘গুলজারসাহাব’নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে “জোশ দেখ রহে হো” এই ক্যাপশনে শেয়ার করা এই ভিডিও ইতিমধ্যে ১ লক্ষের ও বেশি বার দেখা হয়েছে। তবে ভিডিওটি কোথাকার স্কুলের তা জানা যায়নি। ভিডিওটিতে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা মেঝেতে বসে আছে এবং তাদের সামনে দাড়িয়ে আছে ছোট্ট খুদে শিশুটি এবং চিৎকার করে হিন্দি ভাষায় ক, খ পড়াচ্ছে, ‘ কবুতর, খড়গা, গামলা, ঘরি ‘। এক একটি শব্দ চিৎকার করে বলছে এবং বাকি পড়ুয়ারা তার সাথে সাথে তাল মিলিয়ে সেই পড়া সমস্বরে চিৎকার করে পড়ছে। ভিডিওটি প্রকাশ্যে আসতে একটি ছোট্ট খুদে যে এত সুন্দরভাবে পড়াতে পারে তা নিয়ে বহুজন ওই টুইটে নিচে নানা ভাবে শিশুটির প্রশংসা করেছেন। কেউ কেউ বলেছেন, “ওর পড়ানোর কৌশল দেখে মনে হচ্ছে যেন কোনও পেশাদার শিক্ষক ক্লাস নিচ্ছেন।” কেউ কেউ আবার বলেছেন, “এ ছেলে তো ভবিষ্যতে আইএএস হবে। আবার কেউ বলেছেন ” এ আর্মিদের ভালো প্যারেড করাতে পারবে “।
অনেকে আবার ভিডিওটি দেখে এই শিক্ষাব্যবস্থার নিন্দাও করেছেন। ভিডিওটি দেখে গ্রামীণ এলাকার ই মনে হচ্ছে। যদিও এর সত্যতা যাচাই করেনি সংবামাধ্যম।