যে কোনো বড় ক্রীড়া আসরই প্রতিবার নতুন তারকা উপহার দেয়। এবারের আইপিএল যেমন উপহার দিল রিংকু সিংকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে যিনি মন জয় করেছেন অগনিত দর্শকের। তাকে এখনই ভারতীয় দলেও দেখতে চাইছিলেন অনেকে। তার সম্ভাবনা ছিল কিন্তু বাস্তবে তা রূপান্তর হলো না ।
টিম ম্যানেজমেন্ট হয়তো মনে করছে, রিংকুকে এত তাড়াতাড়ি ভারতীয় ড্রেসিংরুমে ঢুকতে দেওয়াটা তাড়াহুড়ো হয়ে যেতে পারে। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির এই সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকে। তবে রিংকু এতো কিছু ভাবতে নারাজ । তিনি সঠিক সময় না আসা পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত । নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দু – লাইনের বার্তা দেন তিনি ‘কারও কাছে সোফা কেবলই একটি আসবাব। আবার কারও কাছে দলে সুযোগ পাওয়ার একটি মাধ্যম।’
দরিদ্র পরিবার থেকে উঠে আসা রিংকু জানেন , সহজে কিছু হবে না , তাই যেমন সঠিক সময়ে কঠোর পরিশ্রমের ফলে তিনি প্রথমে উত্তরপ্রদেশ এবং পরে কলকাতা নাইট রাইডার্সের তারকা হয়েছেন ঠিক সেই ভাবেই ভারতীয় দলে যায়গা পাওয়া নিয়ে এখনও আশাবাদী এই ব্যাটার ।
এবারের আইপিএল মরশুমে ১৪ ম্যাচে ৫৯.২৫ গড় ও ১৪৯.৫২ স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন রিংকু সিং। মরসুমের শুরুর দিকে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে কলকাতাকে জেতান রিংকু । সেই থেকে তাকে নিয়ে আলোচনা শুরু। দল সেভাবে প্রত্যাশা মেটাতে না পারলেও রিংকু এরপর ঠিকই ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছেন। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রিঙ্কু সিং দুরন্ত লড়াই করেছিলেন । ঝোড়ো ৩৩ বলে ৬৭ রান করেন। শেষ বলে ছক্কাও হাঁকান। তবু দলকে জেতাতে পারেননি তিনি। আর এ হারের ফলে লিগ পর্ব থেকেই কলকাতার বিদায় নেওয়া নিশ্চিত হয়। বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, সবার প্রশংসা কুড়িয়েছেন রিঙ্কু। আইপিএল চলাকালীন ও তার পরে অনেক প্রাক্তন ক্রিকেটার রিঙ্কুকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। তার পরে মনে হয়েছিল, হয়তো ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে সুযোগ দেওয়া হবে। কিন্তু তা হল না। তাতে অবশ্য হতাশ হননি রিঙ্কু। অপেক্ষা করতে তৈরি তিনি।