ভারতীয় সেনাদের শক্তি এবং বুদ্ধির পরিচয় পেয়েছি আমরা বারংবার। উড়ি হামলা থেকে কারগিল যুদ্ধ তাদের শক্তি এবং বুদ্ধির কোন তুলনাই হয় না। তবে তারা কিন্তু এইটুকুতেই থেমে নেই, তারা তাদের শক্তি আরও দ্বিগুণ করার জন্য বিভিন্ন চেষ্টা চালিয়েই যাচ্ছে |
সম্প্রতি ভারতীয় সেনারা তাদের শক্তি বাড়াচ্ছে নয়া পন্থার মাধ্যমে|তাদের শক্তি বাড়ানোর এই পন্থাটি হলো স্যাটেলাইট| ভারতীয় সেনারা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL) – এর হাত ধরে GSAT7B নামক স্যাটেলাইটটি কিনতে চলেছে এবং সেটির জন্য এই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে তারা| যার খরচ পড়ছে প্রায় তিন হাজার কোটি টাকা| সাধারণত, এই স্যাটেলাইট সেনা, অত্যাধুনিক অস্ত্র এবং বায়ুসেনা সংক্রান্ত প্লাটফর্মে লাইন অফ সাইট যোগাযোগের জন্য ব্যবহৃত হতে চলেছে| এই স্যাটেলাইট ডিজাইন করা হয়েছে বিশেষভাবে জ্যাম প্রুফ সুরক্ষিত করার জন্য | ২০২৬ সালের মধ্যেই এটি ভারতের কাছে পৌঁছে যাবার কথা |
ভারতীয় সেনারা শক্তি বাড়ানোর উদ্দেশ্যে শুধুমাত্র এই স্যাটেলাইটই থেমে নেই|ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার এর জন্য স্বয়ংক্রিয় বায়ু প্রতিরক্ষা নিয়ন্ত্রণ এবং রিপোর্টিং সিস্টেম কেনা হবে, এরই সঙ্গে ইলেকট্রনিক দিক দিয়ে সহায়তার জন্য ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছে। এই দুটি চুক্তিপত্র মিলিয়ে এর অংক দাঁড়িয়েছে প্রায় ২৪০০ কোটি টাকা।
যেকটি প্রকল্পের কথা উল্লেখিত হয়েছে সেগুলোর সবকটি ভারতীয় আইডিডিএম এর অধীনস্ত|এই প্রকল্প গুলির মাধ্যমে স্যাটেলাইট যোগাযোগ এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা বৃদ্ধি পেতে চলেছে|