2020 সালে করোনা অতি মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছিল গোটা বিশ্ব সেই ঘটনার স্বাক্ষী ছিল মহানগরী কলকাতাও, পরবর্তীতে টিকা আসার পর সেই অতিমারীর দাপট একটু কমে যায় কিন্তু প্রায় প্রতি বছরই জ্বর, সর্দি, কাশি ও মশাবাহিত নানা রোগ দেখা যায় শহর কলকাতায়।
সম্প্রতি সেই সমস্ত রোগের মোকাবিলা করতে কলকাতা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে স্বাস্থ্যকেন্দ্র চালু করা হবে এবং সেই স্বাস্থ্যকেন্দ্র গুলির নাম হবে ‘স্যাটেলাইট হেলথ সেন্টার’। গত কয়েক বছর ধরেই এই স্বাস্থ্যকেন্দ্র গুলি
খোলার কথা ভাবছিল কলকাতা পুরসভা। সম্প্রতি এ বছর আবার অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছেন শহরবাসী এবং কয়েকটি মৃত্যুর ঘটনাও লক্ষ্য করা গেছে। অ্যাডিনো ভাইরাসের প্রকোপ রুখতে স্যাটেলাইট হেলথ সেন্টার’ গড়তে গতি এসেছে পুর প্রশাসন।
১৫০০০ মানুষ পিছু একটি করে স্বাস্থ্যকেন্দ্র গড়তে হবে জানিয়েছে কেন্দ্র। বর্তমানে কলকাতা পুরসভার অনেক ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র আগে থেকেই রয়েছে।
কিন্ত বছরের অনেক সময় সংক্রমণ মূলক রোগগুলির জন্য স্বাস্থ্যকেন্দ্র গুলির চাপ বেশী থাকে। এই চাপ কমানোর জন্য প্রত্যেক ওয়ার্ডে ‘স্যাটেলাইট হেলথ সেন্টার’ তৈরী করা হবে। রাজ্যের স্বাস্থ্য দফতর এই স্বাস্থ্যকেন্দ্রগুলি তৈরী করতে পুরসভাকে সাহায্য করবে। ইতিমধ্যেই ২টি ওয়ার্ডে শুরু হয়ে গেছে এই স্বাস্থ্যকেন্দ্রের কাজ। এই কেন্দ্রগুলির জন্য নতুন করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে।