নতুন উন্মাদনা, নতুন রহস্য, বন্ধ প্রাসাদে খেলায় মত্ত দুজন। প্রকাশ্যে এল ‘টিকটিকি’ ওয়েব সিরিজের টেলার। রহস্যের ঘেরাটোপে পরতে পরতে চমক দেওয়া থ্রিলারধর্মী এই নতুন ওয়েব সিরিজ ‘টিকটিক’ মুক্তি পেতে চলেছে ১৮ ই মার্চ হইচই প্ল্যাটফর্মে। রহস্যে ঝোঁক থাকলে মিস করবেন না।
৫০ বছর আগে অ্যান্থনি শেফার লিখিত ইংরেজি নাটক ‘The Sleuth’ অবলম্বনে তৈরি এই ওয়েব সিরিজ। এই টিকিটিকির লড়াইয়ে সামিল হবেন সৌমেন্দ্র কৃষ্ণ দেবের ভূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায় ও মিলন বসাকের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ-কৌশিকের যুগলবন্দীতে হইচইতে হইচই ফেলছে ‘টিকটিকি’। আর তাঁদের এই নতুন সিরিজ পরিচালনার দায়ভার সামলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের। আগে এই নাটক অবলম্বনে বাংলায় নাটক, টেলিফিল্ম হয়েছে, যা দর্শকদের খুব প্রিয়। এই ‘টিকটিকি’ নাটকেই মঞ্চ কাঁপাতেন প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। ৬ এপিসোডের টান টান এই থ্রিলার ওয়েব সিরিজটি শুটিং করা হয়েছে পুরুলিয়ায় মাত্র ৯ দিনে। ওয়েব সিরিজ সম্পর্কে কৌশিক বন্দোপাধ্যায় বলছেন, “ওয়েবে এটা আমার প্রথম কাজ। ভীষণ ভীষণ উৎসাহী আমি এই কাজটা নিয়ে। ওয়েব দুনিয়ায় ‘টিকটিকি’-র হাত ধরে পা রাখা আমার কাছে একটা দারুণ ব্যাপার।”
দুই ভিন্ন মেরুর মানুষের মধ্যে হবে কাঁটায় কাঁটায় টক্কর। সাদা কালোয় মোরা এক ফ্যান্টাস্টিক ক্রাইম। কে বলবে চেকমেট? সেটাই এখন বড় রহস্য। প্রসঙ্গত হইচইয়ের চলতি সিজনে দশকদের একের পর এক চমক দিয়েছেন অনির্বাণ। পরিচালক হিসেবে ডেবিউ করেছেন ‘মন্দার’ -এ। এছাড়াও আরও এক নতুন গোয়েন্দা গল্প ‘বটতলার গোয়েন্দা’ নিয়ে আসছেন অনির্বাণ ভট্টাচার্য্য। এবার দেখার ‘টিকটিকি’ কি পারবে দর্শকের মন জয় করতে!