গানের আসরে গুলিবিদ্ধ হয়েছেন ভোজপুরি জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশা উপাধ্যায়।উপনয়ণ উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছিলেন ভোজপুরি গায়িকা নিশা,গানের মাঝে বন্দুক দিয়ে আকাশের দিকে গুলি ছোঁড়ার সময়ই আহত হন নিশা উপাধ্যায়। ঘটনাটি ঘটেছে বিহারের সরন জেলার সেনদুরবা গ্রামে।এর জেরে গুলি লাগে নিশার পায়ের উপরের অংশে।
সঙ্গে সঙ্গে তাঁকে পাটনার একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।বুলেট বার করা হয়েছে গায়িকার শরীর থেকে, ট্রমার মধ্যে রয়েছেন ভোজপুরী গায়িকা।
হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিশার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গায়িকার পরস্থিতি নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা।
বিষয়টি নিয়ে বিহারের শিল্প ও সংস্কৃতি মন্ত্রী জিতেন্দ্র কুমার রাই বলেন, ‘সাংস্কৃতিক অনুষ্ঠানে গুলি চালানো বেআইনি। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।
তবে থানার অফিসার নাসিরুদ্দিন খান বলেন, ‘এখনো কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা জানতে পারি ঘটনাটির ব্যাপারে, এর তদন্ত চলছে।’
অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক, সেই আর্জিই জানিয়েছেন তাঁরা।