২৬ শে মার্চ থেকে শুরু হয় ইন্ডিয়ান ক্রিকেট লীগের উৎসব , ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। আর আই পি এল শুরু হওয়ার ঠিক একদিন আগেই ২৪সে মার্চ ক্রিকেট প্রেমী দের হতবাক করে দিয়ে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের পদ থেকে বিদায় নিলেন মহেন্দ্র সিং ধোনি। এমনটাই জানা যায় সংবাদ সূত্রের মাধ্যমে। তবে অধিনায়ক হিসেবে না খেললেও দলের হয় খেলছেন ধোনি।
খুব স্বাভাবিকভাবেই ধোনির এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে তাঁর অনুগামী দের প্রতিক্রিয়া। ২০০৮ থাকে ২০১৫ ও তারপরে ২ বছর নিষেধাজ্ঞা পর ২০১৮ থেকে ২০২১ এক দীর্ঘ সময়ে ধরে সি এস কে এর হয় অধিনায়কত্ব করার পর এবার তিনি অধিনায়কত্ব হস্তান্তর করে রবীন্দ্র জাদেজাকে নিতুন অধিনায়ক হিসেবে বেছে নিতে চান। এই ভাবে তিনি অধিনায়কত্ব ছাড়লেন এই প্রথমবার নয়, এর আগেও ভারতীয় দলের হয় খেলার সময়ে ২০১৭ সালে তিনি অধিনায়কত্ব হস্তান্তর করেন বিরাট কোহলিকে।
তবে সি এস কে এর হয়ে ব্যাটসম্যান ও উইকেট কিপার হয়ে খেলবে এম এস ধোনি। ১৪ টি আই পি এল সিজনে ধোনির অধিনায়কত্বে ৯ টি আই পি এল ফাইনাল খেলেছে ও ৪টি আই পি এল ট্রফি এবং ২টি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে সি এস কে। তবে এবার পরীক্ষার মুখে রবীন্দ্র জাদেজা , দলের হয়ে এতদিন যে দায়িত্ব ধোনি সামলেছে এবার সেই দায়িত্ব জাদেজার ওপর। সম্ভবত ধোনির এটি শেষ আই পি এল সিজেন। অধিনায়ক হিসাবে অবসর নিলেও ভক্তদের হৃদয় সর্বদা থাকবে ক্যাপ্টেন ‘ মাহি ‘।