“শুধু মাত্র হিন্দি সিনেমাকেই শো টাইম দিতে হবে……চারটে শো থাকলে চারটেতেই চালাতে হবে উল্লিখিত হিন্দি চলচ্চিত্র…..টিকিটের দাম করতে হবে লাগামছাড়া” – এমনই কিছু বিষ্ফোরক মন্তব্য করে টলিউডের শিরোনামে চলে এসেছেন কোলকাতা তথা পশ্চিমবঙ্গের নামকরা হল মালিকেরা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক প্রথম সারির বেশ কয়েকজন হল মালিকের দাবি,
‘কার্যত জোর করেই নামিয়ে দেওয়া হচ্ছে ভালো বাংলা ছবি। দর্শকদের চাহিদা থাকলেও, নিজেদের মুনাফার দর বাড়াতে নিষ্ঠুর পদক্ষেপ নিচ্ছে রাজ্যের অন্যতম বড়ো ডিস্ট্রিবিউশন সংস্থা।’
সম্প্রতি একটি ব্যয়বহুল হিন্দি ছবি সারা ভারতবর্ষ জুড়ে রমরমিয়ে ব্যবসা করে চলেছে। সেই ব্যবসার রেশ থেকে বঞ্চিত হয়নি পশ্চিমবঙ্গও। ছবির অগ্রীম বুকিং দেখে হঠাৎ করেই এই ডিস্ট্রিবিউশন সংস্থা দাবি করে, প্রথম সপ্তাহেই মুনাফার ৫০% শতাংশ তুলে দিতে হবে তাদের হাতে। দ্বিতীয় সপ্তাহে যথারীতি ৪৫% এবং তৃতীয় সপ্তাহে দিতে হবে চল্লিশ। এখানেই শেষ নয়। শুধু মাত্র ওই একটি সিনেমাকেই ভোর থেকে মাঝরাত অবধি চালিয়ে যেতে হবে প্রত্যেক স্লটে।
হল মালিকদের দাবি,’এভাবে বাংলার সংস্কৃতি বাঁচিয়ে রাখা কখনোই সম্ভব নয়। আমরা বুঝি, আমাদের হলে ঠিক কোন ধরনের দর্শক সিনেমা দেখতে আসেন। তাঁদের চাহিদা এই ধরণের সিনেমা কখনোই মেটাতে পারবে না। উপরন্তু, হোমড়া চোমড়াদের অবজ্ঞা করলে, পরে ছবি পেতে সমস্যা হতে পারে!’
যদিও এখনও পর্যন্ত কোনও অভিযোগ নিয়েই মুখ খোলেননি ডিস্ট্রিবিউটর সংস্থার কর্ণধার।