হিমাচল প্রদেশের এক প্রান্ত লাহুল এবং স্পিতিতে প্রবল তুষারপাত হচ্ছে। গত কয়েকদিন ধরে তুষারপাতের ফলে শনিবার সেই অঞ্চলে আটকে পড়ে শয়ে শয়ে পর্যটকরা।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানান , শনিবার থেকে লাহুল এবং স্পিতির চন্দ্রতালের কাছে আটকে পরেছেন প্রায় বহু পর্যটক। ইতিমধ্যেয় উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে এবং পর্যটকরা কেমন অবস্থায় আছেন, সেটি দেখার জন্য হেলিকপ্টারে করে প্রতিনিয়ত পরিদর্শন করছে প্রশাসনিক আধিকারিকরা। এই ভিডিয়ো টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, “এটি লাহুলের চন্দ্রতালের দৃশ্য। সেখানে যে তাঁবুগুলি দেখা যাচ্ছে সেগুলি পর্যটকদের শিবির। ভারী তুষারপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে তাঁদের দ্রুত উদ্ধার করার জন্য আমরা সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে সবথেকে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশের।প্রায় টানা এক সপ্তাহ ধরে বৃষ্টির ফলে রাজ্যের বহু জেলাগুলিতে বন্যার সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় নদীর জল ঢুকে গিয়েছে। পাহাড়ি রাস্তা গুলিতে ধস নামার সাথে সাথে, জাতীয় সড়ক ও সেতু জলে ভেসে গিয়েছে। এই দুর্যোগের ফলে এখনো পর্যন্ত প্রায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।