শুক্রবার সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটলো হুগলির গোঘাটের কামারপুকুরে | মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় | দুর্ঘটনার ফলে জখম কমপক্ষে ৪০ জন এবং তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে পাওয়া যায় |
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি বর্ধমান থেকে মেচেদা স্টেশন দিকে রওনা দিয়েছিলো এবং ডাম্পারটি কামারপুকুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিলো | ঠিক তখন ই আরামবাগ–মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়কের কামারপুকুরে একটি মোটরবাইককে বাঁচাতে গিয়ে ডাম্পারটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির | যার ফলে ডাম্পারটি রাস্তার ধারে থাকা একটি মোটরবাইক ও ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে | এক বিকট শব্দ পেয়ে ছুটে আসে স্থানীয়রা | তাঁরাই প্রথম দিকের উদ্ধারকার্য শুরু করে |খবর পেয়েই ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ।
খবর অনুযায়ী,৪০জন আহতদের উদ্ধার করে স্থানীয়রাই নিয়ে যান কামারপুকুর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকেই ওই ১০জন আশঙ্কাজনক আহতদের স্থানান্তরিত করা হয় গোঘাট ও আরামবাগ হাসপাতালে।
দুর্ঘটনার কারণ জিজ্ঞেস করলে স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তার দুই ধারে গাড়ি পার্কিংয়ের জন্যই রাস্তা ক্রমশ সরু হয়ে যাচ্ছে। উপরন্তু,এই রাস্তায় স্পিড বেকার তুলে দেওয়া হয়েছে কয়েক দিন আগেই। এই জন্যই দুর্ঘটনা ঘটে বলে অনুমান করা যায় | এছাড়াও বাসটি খুব দ্রুত গতিতে চলছিল বলে জানান তারা | সাতসকালে এমন ভয়াবহ ঘটনা ঘটার ফলে পুরো এলাকায় এক আশঙ্কাজনক পরিস্তিতি সৃষ্টি হয় ।