রথযাত্রার সময় পুরী মন্দির চত্বরে ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুরীর পুলিশ। শুধু পুরীর মন্দিরে নয় গুণ্ডিচা মন্দির এবং রথ যেখানে থাকবে সেখানেও ড্রোন ওড়ানোর অনুমতি নেই। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। ১৩ ই জুন থেকে ১লা জুলাই অবধি এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই নিষেধাজ্ঞার সত্বেও যদি কেউ পুরীর মন্দির চত্বরে ড্রোন ওড়ালে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুরী পুলিশ।
২০ই জুন রথযাত্রা তার আগে পুরীতে জোর কদমে চলছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। এই ড্রোন নিষেধাজ্ঞা নিয়ে পুরীর পুলিশের এক সিনিয়র আধিকারিক বলেছেন, ‘‘অনভিজ্ঞ কেউ ড্রোন ওড়ালে তা ভক্তদের নিরাপত্তার জন্য ঝুঁকির হতে পারে। সেজন্যই ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে কোনো ব্যক্তির কোনো ক্ষতি হলে বা সম্পত্তিহানি হলে যিনি ড্রোন ওড়াছিলেন তিনি দাই থাকবেন।” চলতি বছরে রথের আগে পুরীর মন্দির কে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।১৩ ই জুন থেকে ১লা জুলাই পর্যন্ত জিসিসির বৈধ ইউ এন আই নাম্বার থাকলে তবেই এই সময় ড্রোন ওড়ানো যাবে। রথযাত্রা সময় পুরীর মন্দির থেকে গন্ডিচা মন্দির পর্যন্ত প্রচন্ড পরিমাণে মানুষের ভিড় থাকে কোন আন অথরাইজড ব্যক্তির ড্রোন ওড়ানোর ফলে কোন মানুষের যাতে ক্ষতি না হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত। তবে রথযাত্রার সময় সুরক্ষার কথা ভেবে পুলিশ ড্রোনের সাহায্য নিতে পারে।