১০ হাজার টিকিট বুক আদিপুরুষের; দুস্থ বাচ্চাদের জন্য বড় পদক্ষেপ নিল রণবীর!
প্রভাস অভিনীত হিন্দি ছবি ‘আদিপুরুষ’ এর জন্য দর্শকের উচ্ছাস বেরেই চলেছে।১৬ জুন মুক্তি পাচ্ছে ‘আদিপুরুষ’। হু হু করে বুক হচ্ছে প্রি-বুকিং শো।ছবির গান কিংবা ট্রেইলারে ছবির উন্মাদনা আরও বাড়ছে দর্শকের মনে। আর তার মধ্যে থেকেই বেরিয়ে আসছে নতুন খবর বলিউড অভিনেতা রণবীর কাপুর দুস্থ বাচ্চাদের জন্য দশ হাজার আদিপুরুষের টিকট বুক করেছেন বলে জানা যাচ্ছে।
এই ছবির প্রযোজক অভিষেক আগরওয়ালও জানিয়েছেন ,তিনি তেলেঙ্গানা জুড়ে আদিপুরুষের দশহাজারটি টিকিট বিনামূল্যে বিতরণ করবেন। অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম গুলিতে এই টিকিট বিতরণ করা হবে। সিনেমা মুক্তি পাওয়ার কিছুদিন আগে সিনেমা নির্মাণকারক রা (Central Board of Film Certification) সিনেমাটিকে ‘U’ ক্যাটাগরিতে বিভক্ত করেছেন।
এই ছবিটি ১৭৯ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ৫৯ মিনিটের হতে চলেছে। ‘আদিপুরুষ’ ছবিটি একটি পৌরাণিক কাহিনীর ছবি যা রামায়ণের চরিত্র নিয়ে তৈরী করা হয়েছে। এখানে শ্রীরামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে, সীতার চরিত্রে কৃতীকে এবং লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে সানি সিংহকে। অন্যদিকে সেফ আলি খানকে দেখা যাবে রাবণের চরিত্রে।
ওম রাউত পরিচালিত, টি সিরিজ, ভূষণ কুমার ও কৃষণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার ও রাজেশ নায়ারের রেট্রোফিলস, প্রমোদ ও ভামসির ইউভি ক্রিয়েশন প্রযোজিত ‘আদিপুরুষ’ মুক্তি পাবে ১৬ জুন। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ইত্যাদি ভাষায় মুক্তি পাবে এই ছবি।এই ছবির মূল উদ্দেশ্য অন্যায়ের প্রতি ন্যয়ের লড়াই।তাই এই ছায়া ছবিটি অবশ্যই দেখা উচিত বাচ্চাদের সাথে বড়দেরও।