images

জাপানে অফিস খুলছে ন্যাটো

২০২৪ সালে টোকিওতে ন্যাটোর দপ্তর স্থাপন

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

এশিয়ায় পশ্চিমি শক্তির আগমনে সবসময় বাধা দিয়ে আসছে চিন। নিজেদের কতৃত্ব কমে যাওয়ার শঙ্কা কিংবা নিরাপত্তা ইশুতে বারবার এমন অনড় সিদ্ধান্ত বেইজিঙের । তবে শোনা গেছে জাপানে একটি লিয়াজো অফিস খোলার পরিকল্পনা করছে ন্যাটো। ন্যাটোর মুখপাত্র ওনা লুঙ্গেস্কু বলেন, জাপানের সঙ্গে ন্যাটোর খুব ভালো অংশীদারীত্ব বৃদ্ধি পাচ্ছে । ব্যবহারিক সহযোগিতার মধ্যে সাইবার প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ, অপ্রসারণ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানব নিরাপত্তা সহ বিস্তৃত ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান তিনি।এর মধ্যে দিয়ে জাপানের সঙ্গে পারস্পরিক সহযোগিতা উন্নয়ন করতে চায় সংস্থাটি ।

জানা গেছে আগামী বছরে জাপানের রাজধানী টোকিওতে খুলতে পারে ন্যাটোর লিয়াজো অফিস, যা হবে এশিয়ায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের এ ধরণের প্রথম দপ্তর স্থাপনের ঘটনা । এতে, দপ্তরের মাধ্যমে জাপান অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ সহযোগীদের সঙ্গে নিয়মিত সলা পরামর্শ করতে পারবে ন্যাটো । দপ্তর স্থাপনের আগে ন্যাটোর দাবি বিদেশ পূর্ণ সাইবার অপারেশন পরিচালনা করছে বেইজিন প্রশাসন । অন্যদিকে নিজেদের কৌশল , উদ্দেশ্য ,ও সামরিক বিষয়ক তথ্য গোপন রাখছে দেশটি । জবাবে ন্যাটোকে বেইজিন ও টোকিওর মাঝে বিরোধ তৈরী না করার আহ্বান জানিয়েছে চিন।

জাপানি ও ন্যাটো কর্মকর্তারা জানায়, ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ন্যাটোর অংশীদার অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে সু- সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে । প্রস্তাবিত নতুন এ ন্যাটো লিয়াজোঁ অফিস হবে ‘জাপান ও ন্যাটোর মধ্যে সম্পর্ক দৃঢ়করণে একটি স্পষ্ট ও প্রকৃত পথ’।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request