IMG_20230703_135149

উড়ন্ত গাড়ি। Image: kolkata TV

২০২৫ সালেই আসতে চলেছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি।

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

অফিসে যাওয়ার জন্য সাতসকালে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেও, যদি সেই রাস্তার যানজটে কেউ আটকে যায় তবে তার জন্য সেদিন সময়ে অফিস যাওয়া অসম্ভব। কিন্তু যদি গাড়ি রাস্তায় না চালিয়ে আকাশে উড়িয়ে নিয়ে যাওয়া যায় তবে সময়ের মধ্যেই যেকোনো গন্তব্যে পৌঁছনো যায়। এই কথাটাই সত্যি করতে চলেছে আমেরিকার এক সংস্থা। আমেরিকার অ্যালেফ এরোনটিক্স নামে এক সংস্থা  জানিয়েছে ২০২৫ সালে বাস্তবিকই উড়ন্ত গাড়িতে সওয়ার হয়ে অফিসে যেতে পারবেন সাধারণ মানুষেরা।

অ্যালেফের তৈরী এই বৈদ্যুতিক যানকে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি হিসেবে স্বীকৃতি দিল আমেরিকার অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এই গাড়ির নাম দেওয়া হয় ‘মডেল এ’। মডেল এ’ নামে ওই গাড়িটি রাস্তায় চলার পাশাপাশি  আকাশে উড়তেও পারে । যদিও সেটিকে এখনই হাতের নাগালে পাবেন না সাধারণ মানুষেরা । তার জন্য এখনো কম করে আরও বছর দুয়েক অপেক্ষা করতে হবে।

অ্যালেফ নামক সংস্থাটি এই গাড়ির ছবি প্রকাশ্যে আনেন। এই গাড়িটি ঢাকনার আড়ালে চাকা। মসৃণ গাড়ির গায়ে কাচ এঁটে বসে রয়েছে। অন্যান্য গাড়ির মতোই এই গাড়িটি সাধারণভাবে গ্যারেজেই রাখা যাবে তবে সাধারণ মানুষ চাইলে এই গাড়িটিকে নিয়ে রাস্তার যানজট এড়িয়ে সহজেই উড়িয়ে নিয়ে যেতে পারবে আকাশে। সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ার সান মাতেয়ো সংস্থা অ্যালেফের এ গাড়ি পুরোই বৈদ্যুতিন। এতে দু’জন যাত্রী বসতে পারবে। আমেরিকার সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ়’ জানিয়েছে, এই উড়ন্ত গা়ড়ির খরচ তিন লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় দু’কোটি ৪৭ লক্ষ টাকা গিয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে ২০১৯ সালেই  ‘মডেল এ’ পরীক্ষামূলক গাড়ি  তৈরি করে ফেলেছিল অ্যালেফ। ২০২৫ সালে এই গাড়ি বাজারে চলে আসবে এমনটাই আশা করছেন এই সংস্থার মানুষেরা।  তারা বলেন, এটি প্রতি ঘণ্টায় ১৭৭ কিলোমিটার উড়তে পারে। তবে রাস্তায় নামলে ঘণ্টা প্রতি ৩২২ কিলোমিটার গতি তুলতে পারে এ গাড়ি।

অ্যালেফের মডেল এ’ নির্মাতাদের দাবি, গত বছরের শেষ পর্যন্ত ৪৪০টি গাড়ির বুকিং ইতিমধ্যেই  হয়ে গিয়েছে।  কর্পোরেট সংস্থা থেকে শুরু করে বিত্তশালীরাও রয়েছেন এই ক্রেতাদের তালিকায় এমনটাই জানিয়েছে অ্যালেফ। অ্যালেফের সিইও ডুকোভনি জানিয়েছিলেন, ইতিহাসের প্রথম উ়ড়ন্ত গাড়ি তৈরি করতে বদ্ধপরিকর অ্যালেফ। সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে সংস্থা।

মডেল এ’ বাজারে আসার আগে থেকেই এর আরও উন্নত সংস্করণ তৈরির লক্ষ্যে এগোচ্ছে অ্যালেফ। তারা ‘মডেল জেড’ নামে আরও একটি গাড়ি বাজারে আনতে চাইছেন। এই গাড়িটিতে একসঙ্গে চার জন বসতে পারবেন। উড়ন্ত অবস্থায় সেটির গতি হতে পারে ঘণ্টা প্রতি প্রায় ৪৮৩ কিলোমিটার। রাস্তায় যেটি প্রতি ঘণ্টায় ৩২২ কিলোমিটার গতিতে ছুটতে পারে।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request