বিগত এগারো বছর ধরেও সারা মুম্বই শহরে স্থানীয় মানুষদের কাছে ২৬/১১ – এর আতঙ্ক এখনও কাটেনি। সেই অভিশপ্ত দিন এখনও মুম্বইয়ের মানুষদের স্বপ্নে ফিরে আসে দুঃস্বপ্ন হয়ে। তবে, এর মধ্যেই বুধবার রাতে ফের আতঙ্কের সৃষ্টি হল মুম্বইয়ে।মুম্বই পুলিশ জানিয়েছে, বুধবার রতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে জানান যে, মুম্বইয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বোমা রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজন অচেনা ব্যক্তি বুধবার রাতে পুলিশ স্টেশনে ফোন করে জানায় আন্ধেরির ইনফিনিটি মল, জুহুর পিভিআর মল এবং সহারা হোটেলে বোমা রাখা হয়েছে। যেকোনো মুহূর্তে সেই বোমা ফাটানোর ভয় দেখিয়ে ফোন কেটে দেয় অপরিচিত সন্দেহজনক ব্যক্তিটি । এর পর মুম্বই শহরে বেশি করে পুলিশ মোতায়েন করা হয় নির্দিষ্ট সেই সব এলাকার। তাছাড়াও মুম্বইয়ে অন্যান্য জায়গাতেও নিরাপত্তার বাড়ানোর ব্যাবস্থা করে মুম্বই প্রশাসন। অন্যদিকে ওই সন্দেহজনক ব্যক্তিকেও খোঁজার জন্য কাজ শুরু করে দিয়েছে পুলিশ তথা স্পেশাল টিম।
মুম্বইয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , -‘ আমরা যতো তাড়াতাড়ি পারবো ওই ব্যক্তিকে খুঁজে বার করব । আমরা পুরো শহরে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছি তাই আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, আমরা এর সুরাহা করেই ছাড়বো।’ ২৬/১১ – এর ঘটনার পর থেকেই বছরের এই সময় সারা মুম্বই জুড়ে অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হয়। তার মধ্যে এই হুমকি ফোন পুলিশ-প্রশাসনকে নতুন করে চিন্তায় ফেলেছে বলেই মনে করা হচ্ছে।