বচ্চন পান্ডে, সম্রাট পৃথ্বীরাজ, রক্ষা বন্ধন এর মতো পর পর ৩টি ছবি প্রেক্ষাগৃহে পর্যাপ্ত সাফল্য লাভ না করার পরেও আবারও একটি নতুন ছবি মুক্তির সিদ্ধান্ত অক্ষয় কুমারের।
এ বছর আপাতত ৪টি সিনেমা মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের। যার মধ্যে ৩ টি প্রেক্ষাগৃহে ও ১ টি ওটিটি-তে। এবং প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিগুলি দর্শকদের কাছে সেইরকম আশানুরুপ হয়ে উঠতে পারেনি। তারপরেও নতুন ছবির মুক্তির তারিখ ঘোষণা করলেন অক্ষয় কুমার।
অবশেষে সামনে এল অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘রাম সেতু’-এর পোস্টার এবং টিজার সেই সাথে ঘোষণা করলেন মুক্তির তারিখ। সিনেমাটি মুক্তি পাচ্ছে দিওয়ালীতে, ২৫শে অক্টোবর। যেখানে অক্ষয় কুমার একজন প্রত্নতাত্ত্বিকের চরিত্রে অভিনয় করেছেন যিনি রাম সেতু অনুসন্ধান এবং সংরক্ষণের উদ্দেশ্যে রয়েছেন এবং মুখ্য ভূমিকায় রয়েছেন নুশরাত ভারুচা, জ্যাকলিন ফার্নানডেজ এবং সত্যদেব।
সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক শর্মা। এবং প্রযোজনা করছেন অক্ষয় কুমারের সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’, আমাজন প্রাইম ভিডিয়ো, আবুদান্তিয়া এন্টারটেনমেন্ট এবং লাইকা প্রোডাকশন।