এবার বিশ্বচ্যাম্পিয়নসিপে খেলতে পারবে না ভারতীয় কুস্তিগিরদের দল।।
ঠিক এমনই জানায় স্পেন। কিন্তু কেনো এই রকম সিদ্ধান্ত নিল স্পেন? সূত্রে খবর জানা যায় যে, ভারতীয় ২১ জন কুস্তিগিরের ভিসা নাকোচ করেছে স্পেন। ফলে এবার স্পেনে বিশ্ব চ্যাম্পিয়ন শিপ খেলতে পারবে না তারা। শুধু মাত্র তাই না, তারসাথে ৩ জন কোচ এর ভিসা ও নাকচ হয়েছে বলে জানা যায়।
এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত ৩০ জন সদস্যর নাম ঘোষণা করেন। কিন্তু তার মধ্যে মাত্র ৯ জন ভিসা পেয়েছে। স্পেনের এমব্যাসি মারফত জানা যায় যে ভিসা শেষ হয়ে যাওয়ার ফলে এই ভারতীয় কুস্তিগিরদের দল টি স্পেনে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সন্দেহের কারণবশত ভিসা দেয়া হয়নি বলে জানিয়েছেন। শুধু তাই নয় অন্যদিকে মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন অন্তিম পাংলাও ভিসা পাইনি বলে জানা যায়। ভারতের কুস্তি ফেডারেশন এর জয়েন্ট সেক্রেটারি বিনোদ তোমর এই ঘটনায় ক্ষুব্ধ হন এবং সংবাদ মারফত তিনি জানান। ” আগে কোনদিন এই ঘটনার সম্মুখীন হইনি”। তবে আজ কেনো এই সিদ্ধান্ত?
তিনি এটাও বলেন, বিশ্ব কুস্তি সংস্থা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন।
তারপরও কেন এমন যুক্তি দেখিয়ে ২১ জন কুস্তিগিরদের ভিসা বাতিল করা হলো? এবং তিনি প্রশ্ন করেন স্পেনের আধিকারিকরা কেন মনে করলো যে ভারতীয় কুস্তিগির ও কোচ রা দেশে ফিরবে না।?
এবং তিনি এটা মন্তব্য করে বলেন যে , কোনো কিছু নিয়ে সমস্যা থাকলে তাদের সাথে যোগাযোগ করতে পারতো স্পেনের এম্বেসী।
কিন্তু স্পেনের আধিকারিকরা সেটা না করে এবং কোন খোঁজ খবর না নিয়ে কেন ২১ জনের ভিসা বাতিল করা হলো বলে তিনি অভিযোগ করেন।