৩ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলারে রেকর্ড করলেন ওম রাউত পরিচালিত ছবি “আদি পুরুষ”,ভিউয়ার্সের সংখ্যা পৌঁছেছে ৫২.২২মিলিয়নে। ছবিতে রাঘবের ভূমিকায় অভিনয় প্রভাস, সীতার চরিত্রে কৃতী স্যানন, সইফ আলি খান হয়েছেন লঙ্কেশ।রাম সীতার বেশে প্রভাস কৃতীর যুগল বন্দিতে মুগ্ধ দর্শক।
২০২২ সালে অক্টোবরে আদিপুরুষের ট্রেইলার মুক্তির পর ট্রোলের শিকার হতে হয়েছিল এই ছবি।কটাক্ষের মুখে পড়তে হয়েছিল রামের বেশে প্রভাস কে। তাই দর্শকের প্রতিক্রিয়াকে গুরুত্ব দিয়েছে “আদিপুরুষের” টিম, সেই জন্য ছবির মুক্তিতে বেশ খানিকটা দেরি হয়েছে। তবে দেরি হলেও দর্শকের দরবারে একেবারে নতুন মোরকে তুলে ধরেছেন। ভিডিওটি শুরু হয় সীতার অপহরণের ঘটনা দিয়ে, জানকীকে ফিরিয়ে আনার অঙ্গীকার করেন।গেরুয়া পতাকা নিয়ে বানরসেনাকে সঙ্গী করে লঙ্কার উদ্দেশে রওনা দেয়। তারপর শুরু হয় রাম ও রাবণের যুদ্ধ।
ট্রেলার লঞ্চের মুহূর্তে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে প্রভাস কথা শুরু করেছিলেন। প্রভাস মাইক রাখতে কৃতী বলতে শুরু করেন। সেখানে প্রবাসের প্রশংসায় পঞ্চমুখ কৃতী। তিনি বলেন “প্রভু রামের মতো সহজ-সরল প্রভাস, তাঁর মতই সুন্দর মন রয়েছে”। আপাতত ১৬ ই জুন “আদিপুরুষ” এর মুক্তির অপেক্ষায় অনুরাগীরা।