২০২১ সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হল সোমবার দুপুরে । ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে অভাবনীয় সাফল্য মেয়েদের। প্রথম চারটি স্থানেই রয়েছে মেয়েরা যার মধ্যে বঙ্গের স্থান আরো উল্লেখজনক।দ্বিতীয় স্থানে বঙ্গের অঙ্কিতা আগরওয়াল।
অঙ্কিতা আগরওয়াল, এই বছরের এই নিয়ে তৃতীয় বারের প্রচেষ্টায় তিনি সাফল্য অর্জন করলেন।প্রথম ২০১৯ সালে তিনি UPSC র পরীক্ষায় যোগদান করেছিলেন। তবে ২০১৯ সালে তিনি ইন্ডিয়ান রেভিনিউ অফিসার হিসেবে নিযুক্ত হন। তিনি UPSC মেইন পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনৈতিক সম্পর্ক কে ঐচ্ছিক বিষয় হিসেবে নির্বাচন করেন। দিল্লির সেন্ট স্টিফেন কলেজে র প্রাক্তনী তিনি, যদিও অঙ্কিতা আদতে কলকাতার বাসিন্দা। তিনি জানিয়েছেন এই পরীক্ষার জন্য তিনি নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধ করেছেন।
উত্তরপ্রদেশের বিজনোর জেলার বাসিন্দা শ্রুতি শর্মা, তিনি ছিলেন দিল্লির সেন্ট স্টিফেন্স এবং জওহরলাল নেহেরু কলেজের প্রাক্তনী।
তৃতীয় যামিনী শিংলা , চতুর্থ ঐশ্বর্য বর্মা। এই বছর, ৬৮৫ জন প্রার্থী UPSC নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন যার মধ্যে ৫০৮ জন পুরুষ এবং ১৭৭ জন মহিলা। ২০২১ সালের সিএসই প্রিলিম ২০২১ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল এবং তারপরে ২০২২ সালের জানুয়ারিতে মেইনস এবং এপ্রিল-মে ২০২২-এ ইন্টারভিউ রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল। এই ৬৮৫ জন প্রার্থীর মধ্যে কমিশন এখন ১৮০ জন আই. এ. এস, ৩৭ আই. এফ. এসএবং ২০০আই. পি. এসঅফিসার নিয়োগ করবে।