আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। 30 নভেম্বর 2022 সালে chat GTP নামক এক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সম্মৃদ্ধ এক প্রোগ্রাম লঞ্চ হওয়ায় এই আলোচনা আরো বেশী করে শুরু হয়েছে । 2030 সালের মধ্যে AI নাকি 50 জন মানুষের কাজ একাই করে দিতে সক্ষম হবে , এমন ভবিষ্যৎ বানিও করেছেন অনেক প্রযুক্তিবিদ । ওপেন এআই সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের নতুন মডেল জিপিটি-৪ আগের মডেলের তুলনায় অনেক বেশি আধুনিক। সান ফ্রান্সিসকোর সংস্থা ‘ওপেন এআই’-র তরফে জিপিটি-৪ বাজারে আনার পরই একটি খোলা চিঠি প্রকাশিত করা হয়েছে, যেখানে ১ হাজার জনেরও বেশি স্বাক্ষর করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন টেসলা কর্তা ইলন মাস্ক, অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজ়নিয়াক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিগণ। এই নিয়ে চিন্তিত বর্তমান বিশ্বের সবচেয়ে ধোনি ব্যক্তি এবং টেসলা ও স্পেসেক্স এর মালিক এলোন মাস্ক । কারণ এই অত্যাধুনিক chat GTP নামক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স খুবই দক্ষতার সাথে অনেক মানুষের কাজ একাই করে দিতে সক্ষম , ফলে লক্ষাধিক মানুষের চাকরি থাকবে কিনা সে নিয়েও প্রশ্ন উঠছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অত্যাধিক শক্তিশালী হওয়ায় তা মানুষের জন্য ঝুকিপূর্ণ হতে পারে। এর সাথে, এই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স কতটা সুরক্ষিত তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠেছে । ফলে এলোন মাস্ক জানিয়েছেন যতক্ষন না জানা যাচ্ছে এই AI বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সুরক্ষিত কিনা ততদিন অবধী এই নিয়ে কাজ বন্ধ রাখা হোক । তার এই অর্জিতে সমর্থন জানিয়েছেন নানা বিশেষজ্ঞগন ।