বর্তমানে মানুষ নগদ লেনদেনের থেকে অনলাইনে আর্থিক লেনদেনের প্রতি বেশি নির্ভরশীল। এমনকি ভারত কে ডিজিটাল দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীও বিশেষ জোর দিয়েছেন। এবং সেইসাথে ডিজিটাল দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের তৈরি ভারতের নিজস্ব পেমেন্ট সিস্টেম ইউপিআই এর বিশেষ ভূমিকা রয়েছে। তবে এই পেমেন্টের বিষয়টি আপাতত সব ক্ষেত্রেই সম্পূর্ণ বিনামূল্যেই রেখেছে ভারত সরকার। তবে এবার ইউপিআই ব্যাবহারের সব ক্ষেত্রেই বিনামূল্য আর রাখা হচ্ছে না ।
অনলাইন পেমেন্ট অথবা অনলাইনে পণ্য ও পরিষেবার ক্ষেত্রে যদি প্রিপেইড ওয়ালেট থেকে পেমেন্ট করা হয় সে ক্ষেত্রে চার্জ করা হবে এই বাড়তি ফি। সরাসরি এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেনের ক্ষেত্রে কোনো ফি ধার্য করা হবে না। সাধারণ গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। নয়া বিধি কেবল প্রযুক্ত হবে মার্চেন্ট ইউপিআইয়ের ক্ষেত্রেই এবং প্রিপেইড ওয়ালেট থেকে পেমেন্ট করার ক্ষেত্রে।