একের পর ছবি দর্শকেদের উপহার দিয়েছেন অক্ষয় কুমার। কিন্তু প্রত্যেকটা ছবি ফ্লপ। সেই কারণেই অক্ষয়ের পরবর্তী ছবি ‘ওহ মাই গড ২’ প্রশ্ন চিহ্নের মুখে। তার নতুন ছবি প্রেক্ষাগৃহে মুক্তি তো দূরের কথা ওটিটি প্ল্যাটফর্মেও জায়গা করে নিতে পারছে না ।
গত বছরে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চারটি ছবি বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ এবং ‘রাম সেতু’। চারটি ছবি বক্স অফিসে ব্যর্থ হয়েছে। ওটিটিতে মুক্তি পাওয়া ‘কাটপুতলি’ও পড়েছে ব্যর্থতার কবলে। নতুন বছরেরও এই ব্যর্থতার ধারা অব্যাহত রাখলেন তিনি। সদ্য মুক্তি প্রাপ্ত সেলফি বক্স অফিসের পরিসংখ্যানও একেবারেই আশাব্যঞ্জক নয়। ৮০ কোটি বাজেটের ছবির প্রথম সপ্তাহান্তের ব্যবসা টেনেটুনে হয়েছে ১০ কোটি টাকা।
স্বঘোষিত সিনে-সমালোচক কামার আর খানের মতে, ‘সেলফি’র ফ্লপের পর তাপ বেড়েছে অক্ষয়ের উপরে। পরপর ছবি ব্যর্থতার পর অক্ষয়ের পরবর্তী ছবি ‘ওহ মাই গড ২’ কিনতে চাইছে না কেউ। ফলে প্রেক্ষাগৃহে ছবির মুক্তি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। পাশাপাশি, কোনও ওটিটি প্ল্যাটফর্মও নাকি কিনতে চাইছে না অক্ষয়ের নতুন ছবি ‘ওহ মাই গড ‘ ছবি। ফলে ডিজিটাল মুক্তির মাধ্যমেও সমস্যার সমাধান করার রাস্তা খুঁজে পাচ্ছেন না ছবির নির্মাতারা। শুধু তাই নয় কেআরকে, দক্ষিণী ছবি পরিচালক জানান, ‘সুরারাই পোতরু’র নামে সিনেমায় রিমেকে অভিনয় করেছেন অক্ষয়, সেই ছবিকেও নাকি চার এপিসোডের ওয়েব সিরিজে ভাগ করার কথা ভাবছেন ছবির নির্মাতারা। ব্যবসায় লোকসান বাঁচাতে নাকি প্রেক্ষাগৃহের বদলে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তির কথা ভাবছেন তাঁরা। শুধু সিনেমাই নয় অনুষ্ঠানের ক্ষেত্রেও ধাক্কা খেয়েছেন বলিউডের খিলাড়ি টিকিটের চাহিদা কম থাকার কারণে বাতিল হয়েছে ‘দ্য এন্টারটেনার্স’-এর আমেরিকা সফরের একটি অনুষ্ঠানও। সব মিলিয়ে কর্মজীবনে যে বেশ চাপে রয়েছেন অক্ষয় কুমার, তা নিয়ে কোন রকম সংশয় নেই।