আমেরিকার প্রমোদতরী রুবি প্রিন্সেস’-এ অজানা রোগে আক্রান্ত হলেনতিনশো জনেরও বেশি যাত্রী। জানা গিয়েছে, মাঝপথে ওই ক্রুজের যাত্রীরা আচমকা অসুস্থ হতে শুরু করেন, কিন্তু কী কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন তা জানা যায়নি। এক প্রতিবেদন থেকে জন্য গিয়েছে, প্রমোদতরীতে মোট ২,৮৮১ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২৮৪ জন অসুস্থ হয়ে পড়েছিলেন। ১,১৫৯ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ৩৪ জন অসুস্থ হয়ে পড়েন।
প্রথমে মনে করা হয়েছিল হয়তো খাবার থেকে ফুড পয়জনিং-এর কারণে অসুস্থ হচ্ছে। কিন্তু পরে দেখা যায় একের পর এক যাত্রী অসুস্থ হতে শুরু করেছেন। গত মাসের শেষ থেকে ডায়ারিয়ায় আক্রান্ত হন ‘রুবি প্রিন্সেস’ -এর যাত্রী ও ক্রু সদস্যরা। খবর পেয়ে গত ৫ মার্চ টেক্সাসে জাহাজটি ফিরে এলে সিডিসির বিশেষজ্ঞরা জাহাজে গিয়ে রোগীদের নমুনা সংগ্রহ করেন। অসুস্থদের মলের নমুনাও সংগ্রহ করেন তাঁরা। ভাইরোলজিস্টরা বলছেন, এই ভাইরাসের সংক্রমণ হলে ১২-৪৮ ঘণ্টার মধ্যে লক্ষণ দেখা দিতে থাকে। অনেকের আবার ২-৩ দিন পরেও উপসর্গ ধরা পড়ে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আগে ভেঙেচুরে দেয় এই ভাইরাস। রোগীর শরীরকে জলশূন্য করতে শুরু করে। ডিহাইড্রেশন দেখা দেয় রোগীর।
এছাড়াও এই রোগ দেখা দিলে, পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তারপরেই বমি হতে থাকে। সঙ্গে ঘন ঘন পেট খারাপ। এই ভাইরাসের সংক্রমণ হলে বমি থামতে চাইবে না। জ্বর আসবে, মাথা ব্যথা বাড়বে, মোচড় দেবে পেট। প্রচণ্ড ক্লান্তি ও ঝিমুনি হবে রোগীর। এই ভাইরাসের সংক্রমণ ঘন ঘন হলে অপুষ্টির শিকার হবে রোগী। সঠিক ট্রিটমেন্ট না হলে মৃত্য়ুও হতে পারে।