কিছুদিন আগেই ধোনী আইপিএলের ট্রফি যেতেন ও তার রেশ কাটতে না কাটতেই এই দুঃসংবাদ। ধোনি যে হাঁটু চোট নিয়ে ২০২৩ এর আইপিএল খেলেন এ কথা কারোই অজানা নয় । জেতার পরই ডাক্তারের সাথে পরামর্শ করেন তিনি এবং বৃহস্পতিবার সকালে ই অস্ত্র প্রচার হয় মাহির।
মাহির এই অস্ত্রপ্রচার নিয়ে চিন্তায় ছিলেন অনেকেই । এবিষয়ে চেন্নাই সুপার কিংস এর সি ই ও কাসি বিশ্বনাথন অস্ত্রোপচারের সাফল্যের কথাই জানিয়েছেন ও দুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন মাহি। এছাড়াও তিনি বলেছেন “ অস্ত্রোপচারের পর ধোনির সাথে আমার কথা হয়েছে ও তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন।”
জানা গিয়েছে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে কি হোল সার্জারি করা হয় এবং ডাক্তার দীনেশ পরদিওয়ালার তত্ত্বাবধানে হয় এই অস্ত্রপ্রচার ।যিনি এর আগে ক্রিকেটার রিসাভ পান্থ এর ও সার্জারি করেছেন।
আপাতত পুরোপুরি ভাবে ফিট হতে আরো ২ মাস সময় লাগবে মাহির । এখন ধোনিকে আবারও মাঠে ফিরে আসতে দেখার জন্য মুখিয়ে আছে তার ভক্তরা।