আগামী ২৬ শে মে, বৃহস্পতিবার থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের চূড়ান্ত সেমিস্টারের (ষষ্ঠ সেমিস্টার) অনলাইনে ফর্ম পূরণের পদ্ধতি শুরু হচ্ছে।পরীক্ষার পদ্ধতি সম্পর্কে অনিশ্চয়তার বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেলেও, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রস্তুতি বিশেষ তাৎপর্য বহন করছে।
আগামী ৩ রা জুন সিন্ডিকেটের বৈঠক হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে আগেই, যার অন্যতম বিষয় হতে পারে পরীক্ষা ব্যবস্থাপনার মাধ্যম। এর আগে অবশ্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকের বোর্ড অব স্টাডিজ় এবং স্নাতকোত্তরের ফ্যাকাল্টি কাউন্সিল একটি বৈঠকে বসে, যেখানে অনলাইন পরীক্ষা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব পায় নি বলে জানা যায় । সদ্য প্রকাশিত ফর্ম পূরণের নির্দেশিকায় বিশ্ববিদ্যালয় জানিয়েছে কলেজগুলি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ২১ জুন থেকে।
প্রসঙ্গত পরীক্ষা পিছিয়ে জুন মাসের শেষ সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে বিএ, বিএসসি, বিকমের চূড়ান্ত সিমেস্টার এবং বিএ, বিএসসি, বিকম (১+১+১ পদ্ধতি)-এর পার্ট থ্রি-র অনার্স, জেনারেল ও মেজরের পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা ২৬ মে থেকে ৩ জুন।ফর্ম পূরণ করা যাবে দুটি ওয়েবসাইটের মাধ্যমে cuexam.net এবং cuexamwindow.in।