ন্যাটোতে ইউক্রেনের যোগদানকে কেন্দ্র করে রাশিয়া ইউক্রেনের মাঝে যে সংঘাতের সৃষ্টি হয়েছিলো আবারও সেই বিষয় নিয়ে সতর্কবার্তা রাশিয়ার। ন্যাটোতে যোগ দিলে এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে এমনটাই ইঙ্গিত রাশিয়ার ।
গত ৮ মাস ধরে রাশিয়া ইউক্রেনর মাঝে চলা যুদ্ধের মীমাংসা এখনও ঘটেনি বরং সময়ের সাথে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে চলেছে এই আক্রমণ । সেইসাথে পরমাণু যুদ্ধের হুশিয়ারিও বেশ কয়েকবার পেয়েছে ইউক্রেন।
এদিন বৃহস্পতিবার, রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেদিকোটোভ, রাশিয়ার জাতীয় সংবাদ সংস্থা তাস নিউজে জানিয়েছেন ইউক্রেনের ন্যাটোতে যোগদানের ফল হবে তৃতীয় বিশ্বযুদ্ধ । এছাড়াও তিনি মনে করেন যে ইউক্রেনের ন্যাটোতে যোগদান কি ভয়াবহ পরিণতি সৃষ্টি করতে পারে তা পশ্চিমী দেশগুলি বুঝতে পেরেছে ।
প্রসঙ্গত, ন্যাটোতে ইউক্রেনের যোগদান নিয়েই রাশিয়া বার বার আপত্তি তুলেছে। কারণ ইউক্রেন রাশিয়ার প্রভাব বলয়ের অংশ এবং এতে রাশিয়ায় নিরাপত্তার ব্যাঘাত ঘটবে বলে মনে হয়েছে রাশিয়ার।