অবশেষে হদিশ মিলল নেপালের মাঝ আকাশে উধাও হয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষের। নেপালে মুস্তাং জেলার পার্বত্য এলাকায় লার্জুঙ্গে মিলেছে ধ্বংসাবশেষ। বিমানের ধ্বংসাবশেষের পাশ থেকে উদ্ধার হল ১৪ জনের দেহাবশেষ ৷
রবিবার সকাল ১০ টা নাগাদ কর্মী সমেত ২২ জন যাত্রী নিয়ে পোখরা থেকে জমসমের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল বিমানটি৷ এদের মধ্যে ৪ জন ভারতীয়, ৩ জন জার্মানি এবং বাকিরা নেপালি। পোখরা থেকে জমজমের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার, মাত্র কুড়ি মিনিটের যাত্রাপথে। এরই মধ্যে আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই এটিসি-র সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ এত অল্প সময়ে যাত্রাপথও শেষ করতে পারল না অভিশপ্ত বিমানটি৷ স্থানীয়রা নেপালের সেনাবাহিনীর জওয়ানদের জানিয়েছিলেন, বিমানটি লামচে নদীর কাছে পাহাড়ের উপর ভেঙে পড়ে৷ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়ার পর আশঙ্কা করা হচ্ছে বিমানে আর কোনো যাত্রী বেঁচে নেই, যাত্রীদের দেহাংশ এদিক-ওদিক পড়ে রয়েছে।
এয়ারলাইন সংস্থা বিমানে থাকা যাত্রীদের একটি তালিকা প্রকাশ করেছে ৷ অভিশপ্ত এই বিমানে থাকা চার ভারতীয় হলেন মুম্বইয়ের অশোক কুমার ত্রিপাঠী, তাঁর স্ত্রী বৈভাবী বন্দেকর (ত্রিপাঠি) এবং তাঁদের সন্তান ধানুশ এবং রীতিকা৷ যদিও ১৪ জন মৃতদেহের মধ্যে ওই চার জন ভারতীয় আছেন কিনা তা চিহ্নিত করা সম্ভব হয়নি।