ইঙ্গিত ছিল আগে থেকেই, এবার তাতেই শিলমোহরের আশঙ্কা। টুইটার ফেসবুকের পর এবার কর্মী ছাঁটাইয়ের পথে গুগল। সূত্রের খবর অনুযায়ী, ২০২৩ এর শুরুতেই প্রায় ১০ হাজার কর্মীকে ছাটাই করতে পারে গুগলের মালিক সংস্থা আলফাবেট। খারাপ পারফরমেন্সের ভিত্তিতেই এই ছাটাই করা হবে বলেই জানা যাচ্ছে। মূলত বিশ্বজুড়ে আর্থিক মন্দার কারণে এই ছাঁটাই বলে মনে করা হলেও আলফাবেটের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্বজুড়ে আর্থিক সংকট সংকট সামাল দিতে এর আগে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থা। এবার কি সেই তালিকায় গুগল! সূত্রের খবর অনুযায়ী গুগলের মালিক সংস্থা আলফাবেট তাদের বিভিন্ন বিভাগের কর্মীর ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মোতাবেক সংসার টিম ম্যানেজমেন্ট কে বলা হয়েছে র্যাঙ্কিং ও পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যান তৈরি করতে। অর্থাৎ যে সকল কর্মীদের কাজ আশানুরূপ হবে না তাদের ছাঁটাই করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ছাঁটাই পর্ব শুরু হওয়ার পর নতুন বছরের শুরুতে একটি নতুন পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম শুরু করতে চলেছে আলফাবেট।
মূলত আর্থিক মন্দার কোপ থেকে বাদ পড়েনি আলফাবেট সংস্থাও। যার জেরেই ৬% অর্থাৎ ১০ হাজার কর্মী ছাটাই করতে চলেছে সংস্থা ইতিমধ্যেই কোম্পানির কর্মীদের বোনাস এবং স্টক অনুদান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে রেটিং ব্যবহার করারও সিদ্ধান্ত নেওয়ার কথা জানা যাচ্ছে। তবে এই সকল বিষয় নিয়ে আলফাবেট এর তরফ থেকে এখনো কোনো চূড়ান্ত মন্তব্য করা হয়নি।