সম্প্রতি বলিউড গায়ক সোনু নিগম এক অন্য কারণে কোলকাতার আনাচে কানাচে সাড়া জাগিয়েছেন! মুক্তি দাও – দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্সের আগামী ছবি কাছের মানুষের একমাত্র ইউএসপি! যদিও দর্শকদের হলমুখী করার জন্যে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামটাই যথেষ্ট, কিন্তু, সোনু নিগমের গলায় প্রথম বাংলা গান যেন আট থেকে আশি, সকলের মন ছুঁয়ে গিয়েছে।
ইতিমধ্যেই “মুক্তি দাও” সোশ্যাল মাধ্যমে তিরিশ লক্ষ্য ভিউজ ছাড়িয়ে গিয়েছে, যা বাংলা সিনেমার জন্যে এই সময়ে এক বিরল ঘটনা। সাম্প্রতিক সময়ে এমন সাড়া জাগানো কন্ঠ টলিউডে শুধু একজনেরই, অরিজিৎ সিং। ট্রেড এনালিস্টদের মতে, সোনি মিউজিক বাংলা থেকে আঞ্চলিক গান সোনির সর্ব ভারতীয় মিউজিক চ্যানেলে রিলিজ করা একটা মারাত্মক স্ট্রোক। এতে কম খরচে যেমন মার্কেটিং এবং প্রোমোশন ভালো হবে, তেমনই যদি গান ভালো হয়, তাহলে নতুন দর্শকদের কাছেও অনায়াসে পৌঁছে যাওয়া সম্ভব।
প্যান ইন্ডিয়া রিলিজের যুগে, বিশেষজ্ঞদের বক্তব্য, এ হেন প্রমোশন কম পয়সায় পুষ্টিকর খাদ্য!