২০১৩ সালের আইনটিকে আরো শক্তিশালী করতে রাশিয়া ইতিমধ্যে আরও একটি আইন তৈরি করে ফেলেছে । ২০১৩ সালের আইনে এলিজিবিটিকিউ নিয়ে কোনো ধরনের প্রচার করার কথা পরিষ্কার বারণ করা ছিল । এবারের আইনেও সেই একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু এবারে আইনটির উপর আরো বেশি কঠর নজরদারি রাখা হয়েছে ।
এলিজিবিটিকিউ নিয়ে কোন ধরনের প্রশংসা, প্রচার বা আলোচনা করা যাবে না ।শুধু রাস্তা নয়, গান, সিনেমা, বই কোন জায়গায় এই সম্পর্কিত কোনো আলোচনা প্রচার বা প্রশংসা করা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে রাশিয়া সরকার। নিয়ম অমান্য করলে জরিমানা দিতে হতে পারে।
শুধু এলিজিবিটিকিউ নয় লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত বিষয়ের উপরেও এই আইন খুব কঠর ভাবে জারি করা হয়েছে । ইউক্ৰেনে সামরিক অভিযানে রাশিয়া পার্লামেন্টে এই আইন পাশ হয়েছে বলে জানাগিয়েছে । এই আইন টি রাশিয়ান পার্লামেন্টের আপার ও লোয়ার হাউস দুই সভাতেই পাশ হয়ে গেছে ইতিমধ্যে ।
পাশ হওয়া বিল অনুযায়ী এই আইন টি কোনো ভাবে লঙ্ঘন হলে লঙ্ঘনকারী ব্যাক্তিকে জরিমানা দিতে হবে প্রায় 8 লাখ রুবল পর্যন্ত যা ভারতে প্রায় ৫০৯,৬০০ টাকার সমান এবং অপরদিকে এই বিষয় প্রচারের মাধ্যমে কম বয়সের লিঙ্গ পরিবর্তনের জন্য ছেলেমেয়েদের প্রভাবিত করলে তাদের উপর জরিমানা পরতে পারে ২ লাখ রুবল পর্যন্ত যা ভারতে প্রায় ২৫৪,৪০০ টাকা পর্যন্ত।
১৯৯৩ সালে রাশিয়ার সরকার সমকামিতা অপরাধ নয় বলে ঘোষণা করেছিলেন তবে এখন বন্ধ হয়নি বৈষম্য মূলক আচরণ, এই আইনের ফলে সেই বৈষম্য আরো জায়গা করে নেবে সমাজের মধ্যে।