ফের ওমিক্রণের কবলে চীনের সাংহাই, কড়া লকডাউনেও বাঁধ মানছে না করোনা। সাংহাইয়ে রবিবার এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার মানুষ, সাথে মৃত্যু হয়েছে ৩ জনের। লাগামছাড়া সংক্রমণে উদ্বেগে সাংহাই প্রশাসন।
সাংহাইয়ে হু হু করে বাড়ছে সংক্রমন তবে বিশেষজ্ঞদের মতে স্বস্তির বিষয়, মৃত্যুর সংখ্যা অপেক্ষাকৃত কম। এদিকে লকডাউনের প্রবল কড়াকড়ি সত্বেও একদিনে সংক্রমিত হয়েছে ২২,০০০ মানুষ মৃত্যু হয়েছে ৩ জনের। সাংহাই প্রশাসন জানিয়েছে, ১০ দিনের সদ্যোজাত থেকে ১০০ বছরের বৃদ্ধ, ওমিক্রনের কবল থেকে মুক্তি পাচ্ছে না কেউই। মৃতদের বয়স ৮৯ থেকে ৯১ বছরের মধ্যে ছিল। গত মার্চে উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে করোনায় দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তারপরই শুরু হয় লকডাউন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আড়াই কোটি সাংহাইবাসীর করোনা পরীক্ষা শুরু করা হয়েছে। তবু সংক্রমন বাঁধ মানছে না।
এদিকে চীনের এই উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া হংকং-এর বিমান পরিষেবা বাতিল করেছে বলে এয়ারলাইন জানিয়েছে।বিবৃতি প্রকাশ করে হংকংয়ের তরফে জানানো হয়েছে আপাতত আগামী ২৪ এপ্রিল পর্যন্ত লাগু থাকবে এই নিষেধাজ্ঞা। তবে কি চীনের এই উদ্বেগজনক পরিস্থিতি ভারতের জন্য সিঁদুরে মেঘ হয়ে দাঁড়াবে! এই নিয়ে নানান প্রশ্ন উঠে আসছে বিশেষজ্ঞ মহলে।