‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর সাফল্যের পর পরিচালক প্রশান্ত নীল সহ যশ প্রকাশ্যে চ্যাপ্টার ৩ বেরোনোর কথা ঘোষণা করে দিয়েছিলেন। ইতিমধ্যে একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে জনপ্রিয় কানাড়া সুপাস্টার যশ ‘কেজিএফ চ্যাপ্টার ৩ ‘ নিয়ে মুখ খুললেন। এর ফলে চ্যাপ্টার ৩ নিয়ে সকলের মধ্যে যে আবেগ ছিল তা যশের সাক্ষাৎকারের পর অনেকাংশে বৃদ্ধি পেলো।
সাক্ষাৎকারে যশ জানান পরিচালক প্রশান্ত নীল আর তিনি ইতিমধ্যেই পরের পার্টের বেশ কিছু দৃশ্য নিয়ে ভেবেছেন, নিজেদের মধ্যে আলোচনাও করেছেন। অভিনেতা আরও জানান, অনেক ভালো ভালো দৃশ্য তাঁরা কেজিএফে ফুটিয়ে তুলতে পারেননি। তাই সম্ভাবনা রয়েছে ‘কেজিএফ ৩’ সেগুলো দিয়ে সুপারহিট করার। তবে, পুরোটাই এখন রয়েছে চিন্তাভাবনার স্তরে। এর ফলে কেজিএফ ৩ কবে আসছে সেই নিয়ে সকলে উৎসাহে ইতিমধ্যেই দিন গুনতে শুরু করে দিয়েছেন।
এছাড়াও যশের কথায় জানা যায় প্রথমবার কেজিএফ বেরোনোর পর এর পার্ট ২ বের করার কথা পরিচালক প্রশান্ত নীল নিজেও ভাবেননি। তবে ব্যাপক সাফল্যের পর চ্যাপ্টার ২ রিলিজ করা হয় এবং এখন চ্যাপ্টার ৩ এর পরিকল্পনা চলছে। দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়ে অভিনেতা নিজেকে ভাগ্যবান বলে মনে করেছেন। কেজিএফ চ্যাপ্টার ২ এখন সাফল্যের শিখরে দাড়িয়ে, এখন শুধুমাত্র হাজার কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা।