রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয়বার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এল ক্লাসিকোর এই ম্যাচে রিয়ালকে তাদেরই মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত করল বার্সা। এই ম্যাচে নিজের দাপট বজায় রাখে বার্সার খেলোয়াড়রা। দলের হয়ে জোড়া গোল করলেন দলের সদ্য যোগ হওয়া গ্যাবোনিজ তারকা পিয়েরে-এমরিক আউবামেয়াং। এছাড়া একটি করে গোল করেন রোনালদ আরাউহো এবং ফেরান তোরেস। দলের এই অসাধারণ প্রদর্শন বার্সাকে জয়ের সান্নিধ্য করে তোলে।
২০ই মার্চ, ভারত সময় অনুযায়ী রাত একটা বেজে ত্রিশ মিনিটে রিয়ালের মাঠে মুখোমুখি হয় এই দুই দল। এর আগে বার্সার ক্যাম্প ন্যুতে প্রথমবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। লা-লিগার এই দুই দলের প্রথম সংঘর্ষে বার্সাকে তাদের মাঠে ২-১ গোলে পরাজিত করে রিয়াল। কাকতালীয়ভাবে রিয়ালকেও তাদেরই মাঠে পরাজিত করে বার্সা এই দিন।
এদিন অবশ্য শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সা। আর ২৯ তম মিনিটে দলকে এগিয়ে দেন এই মৌসুমেই আর্সেনাল থেকে বার্সায় যোগ দেওয়া আউবামেয়াং। উসমান দেম্বেলের ক্রস থেকে হেডের মাধ্যমে রিয়াল গোলকিপার কোর্তোয়াকে পরাস্থ করেন তিনি। আরাউহো দলীয় গোলের ব্যবধান বাড়িয়ে আরেকটি গোল করেন ৩৮ তম মিনিটে। ঠিক আগের বারের মতো এইবারও সহায়তায় ছিলেন দেম্বেলে। ফরাসি এই তারকার কর্ণার থেকে হেডে গোল করেন আরাউহো।
বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে বার্সা। এরই মাঝে ৪৭তম মিনিটে দলীয় লিড বাড়ান ফেরান তোরেস। আউবামেয়াংয়ের ফ্লিক থেকে বল পেয়ে ডানদিক দিয়ে গোল করেন এই স্প্যানিশ তারকা। ঠিক তারই ৪ মিনিট পরে নিজের খাতায় আরো একটি গোল জুড়ে বার্সাকে ৪-০ গোলে এগিয়ে দেন আউবামেয়াং। নির্ভুল ভাবে তোরেসের থেকে পাস পেয়ে গোলটি করেন এই তারকা। যদিও প্রথমে অফসাইডের দরুন গোলটি বাতিল করেন রেফারি, তবে ভিএআরের সহায়তায় বার্সাকেই পুরস্কৃত করেন তিনি।
এ ম্যাচ হেরেও অবশ্য বড় ব্যবধানে এগিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট আনচেলত্তির শিষ্যদের। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। আর এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে বার্সা। একদিকে বার্সার শিবিরের ম্যানেজার জাভ়ি হার্নান্দেস খুবই খোশ মেজাজে, অপরদিকে ম্যাচ হেরে রিয়াল ম্যানেজারের কার্লো আনচেলত্তির নিজের উপরেই সব দায় তুলে নিলেন। তিনি খুবই বিষণ্ণ এবং দুঃখিত রিয়ালের এই হারে। তিনি বলেন, “আমরা খারাপ পরিকল্পনা করেছিলাম। খেলেছিও খারাপ, হারের জন্য দুঃখিত। আমার নিজেরও খারাপ লাগছে”।