জড়তা কাটলো টেট পরীক্ষা নিয়ে । বিজ্ঞপ্তি প্রকাশিত হল টেট অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই বছরের শেষের দিকে, ১১ই ডিসেম্বরে প্রাথমিক টেটর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
পশ্চিমবঙ্গে শেষবার টেট পরীক্ষা হয় ২০১৭ সালে। তারপর থেকে ২০২২ এ এসে আবার টেট পরীক্ষার ঘোষণা। এছাড়াও এবার থেকে প্রতিবছর টেট পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে এবং সেই সাথে বছরে ২বার নিয়োগের পরিকল্পনাও চলছে।
এছাড়াও বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, প্রায় ১১ হাজার চাকরীর শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারির কথা। পুজোর আগেই এই বিজ্ঞপ্তি জারি করা হবে এমনটাই জানানো হয়েছে। তবে এই শূন্যপদে নিয়োজিত হওয়ার জন্য তারাই আবেদন করতে পারবেন যারা অতীতে অর্থাৎ ২০১২, ২০১৪, ২০১৭ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এবং প্রাথমিকে ট্রেনিং থাকলেও আবেদন করা যাবে এই নিয়োগের জন্য।