স্মার্টফোন ইউজারদের আবার ও পড়তে হলো এক নতুন সমস্যায়।সম্প্রতি ডাম নামক এক নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার এসেছে। এই ভাইরাস ফাঁস করে দিচ্ছে ফোনের যাবতীয় তথ্য,যেমন- ফোনের কনট্যাক্টস,কল হিস্ট্রি, কল রেকর্ড থেকে শুরু করে ক্যামেরার ফটো প্রভৃতি।
ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম জানায় এই ম্যালওয়্যার মারাত্মক ভয়ংকর।এই ভাইরাস নিশানা করা ডিভাইসে র্যানসমওয়ার ছড়িয়ে দিতে পারে পাশাপাশি এই ভাইরাস অ্যান্টি-ভাইরাস প্রোগ্রামকেও এড়াতে পারে।সম্প্রতি সাইবার বিশেষজ্ঞরা জানায়,এই ম্যালওয়্যার মারাত্মক ক্ষমতাশালী।ম্যালওয়ার মোবাইলে একবার ঢুকে গেলে সিকিউরিটির সমস্ত স্তর সহজেই এড়িয়ে যাচ্ছে।আপনার ফোনের সব ব্যক্তিগত তথ্য হ্যাক করে নিচ্ছে এই ভাইরাস। এবং শুধু চুরি করেই থেমে থাকে নি এই ভাইরাস চুরি করার পর তা অনলাইনে ফাঁস করে দেওয়া হচ্ছে।ফোনের কল লগ, কল হিস্ট্রি,বুকমার্ক,স্ক্রিনশট নেওয়া,ক্যামেরার অ্যাক্সেস,এসএমএস চুরি, ফাইল আপলোড, ডাউনলোড এমনকী পাসওয়ার্ড ও পাল্টে দেওয়ার মতো ক্ষমতাশালী এই ম্যালওয়ারের।শুধু তাই নয় এনক্রিপটেড তথ্যও হাতিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের।
এই ভয়ংকর ভাইরাসের হাত থেকে বাঁচার উপায়ও জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।তারা বলেন,ফোনে অ্যান্টি-ভাইরাস এবং অ্যান্টি স্পাইওয়্যারের আপডেটেড ভার্সানটি ইনস্টল করে রাখতে, অবিশ্বাসযোগ্য কোনও ওয়েবসাইট বা লিঙ্কে ক্লিক করবেন না,ইমেইল বা এসএমএস কোনও লিঙ্ক এলে যাচাই করে দেখে তবেই ক্লিক করবেন,সন্দেহজনক নম্বর থেকে ফোন এলে ধরবেন না।আমাদের সতর্ক হতে হবে কারণ অনেক সময় শর্ট লিংক থেকেও মোবাইলে প্রবেশ করে এই ক্ষতিকর ডাম ভাইরাস।