মহিলাদের ওপর অত্যাচারের নিরিখে তালিবান শাসিত আফগানিস্তান শীর্ষে আছে। আন্তর্জাতিক নারী দিবসে আলোচনাসভা তে এই বিষয় আলোচনা হয়েছিল রাষ্ট্রপুঞ্জতে। নারী নিপীড়নে ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান এই বিবৃতি পেশ করেছে আফগানিস্তান মিশনের প্রধান রোজা ওতুনবায়েভার।
আফগানিস্তান শাসকরা ইচ্ছে করেই নারীদের পিছিয়ে রাখার জন্য এইপ্রকার ষড়যন্ত্র করছে। তার সঙ্গে ভয়াভহ অর্থনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে নারীদের ওপর এই দমন ও পীড়ন আফগানিস্তান এর শাসকদের আত্মঘাতী পদক্ষেপ। আফগানিস্তান এ দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর প্রাথমিক ভাবে ওরা জানিয়েছিলেন যে নারীদের অধিকার হরণের অভিপ্রায় তাঁদের নেই। নব্বইয়ের দশকের প্রথম দফার শাসনের মতোই এ বারও তাদের লক্ষ্য, ইসলামের নামে কট্টরপন্থী শাসন কে প্রতিষ্ঠা করা।
আফগানিস্তান এ মহিলারা হিজাব বিরোধী আন্দোলেন যোগদিচ্ছেন এবং এই আন্দোলন এ প্রায় সব মেয়েরাই যোগ দিচ্ছেন স্কুল ছাত্রী থেকে শুরু করে প্রায় সব শ্রেণীর মেয়েরাই। কিন্তু আফগানিস্তান শাসকরা এই আন্দোলেন ওপর নজরদারি জারি করেছ। এবং এই আন্দোলন যাতে কোনো ভাবে অশৃঙ্খল হয়ে ওঠে তার দিকেও আফগানিস্তান সরকার নজর রেখেছে।