প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস তৈরি করলেন বজরং পুনিয়া। প্রথম ভারতীয় হিসেবে এই প্রতিযোগীতায় চারটি পদক জয় করে নজির সৃষ্টি করলেন বজরং। রবিবার সার্বিয়ার বেলগ্রাডে আয়োজিত চলতি সংস্করণে ব্রোঞ্জ জয়ের সঙ্গেই এই নজির তৈরি করলেন তিনি।
ব্রোঞ্জ পদকের ৬৫ কেজি বিভাগের ম্যাচে পুয়ের্তো রিকোর সেবাস্তিয়ান সি রিভোরার বিরুদ্ধে ১১-৯ ব্যবধানে জয় তুলে নেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী রেসলার।বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের প্রথমদিকের লড়াইয়ে পিছনে পড়ে গিয়েছিলেন বজরং। কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাথায় গুরুতর চোট পেয়ে আমেরিকার মাইকেল দিয়াকোমিহালিসের বিরুদ্ধে বাউট হেরে যান। অবশেষে রপেসঁ-এর মাধ্যমে পদক জেতার সুযোগ আসে তাঁর সামনে। রপেসঁ বিভাগের প্রথম ম্যাচে আর্মেনিয়ার কুস্তিগীর বেজগেন তোবান্য়ানের দারুণ মোকাবিলা করে হারিয়ে দেন। কমনওয়েলথ গেমসে সোনা জয়ী বজরং ০-৬ ব্যবধানে পিছিয়ে থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এবং জিতে নেন ব্রোঞ্জ।
এই নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় ব্রোঞ্জটি জিতলেন বজরং। ২০১৩, ২০১৮ এবং ২০১৯ বিভাগে বজরং পুনিয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩০-সদস্যের দল পাঠিয়েছিল ভারত যার মধ্যে মাত্র দুই কুস্তিগীরই পদক জয় করেছেন। বজরং-এর আগে ভিনেশ ফোগাট সুইডেনের জোনা মাল্মগ্রিনফকে ৮-০ ব্যবধানে হারিয়ে ৫৩ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন।