বলিউডের অত্যন্ত জনপ্রিয় গ্ল্যামারাস অভিনেত্রী দীপিকা, নিজের ফ্যাশন ও অভিনয়ের জন্যই সব সময়ই লোক মুখে চর্চিত হন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া পাঠান ছবিকে নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাকে, কিন্তু এবার অস্কারের মনোনীত তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার রাতে ই প্রকাশিত হয়েছে অস্কার মনোনীত কারিদের নাম আর সেই তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে রয়েছেন দীপিকা। কিছুদিন আগেই প্রথম ভারতীয় হিসেবে ফিফার ট্রফি উদ্বোধন করেছিলেন তিনি এবার একেবারে অস্কারের জন্য পাড়ি দিচ্ছেন বিদেশে।
৯৫তম অ্যাকাডেমি পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। ভারতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ মার্চ, বিকেল সাড়ে ৫টায়। মনোনীত সিনেমা এবং সেগুলির কলাকুশলীকে পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিভিন্ন তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডন প্রমুখের সঙ্গে সেখানেই রয়েছে বলিউড তারকা দীপিকার নাম।
দীপিকা সোশ্যাল মিডিয়ায় এই অস্কারে মনোনীত তালিকাটি প্রকাশ করেছেন। এবং সেটি প্রকাশ করার সঙ্গে সঙ্গেই দীপিকার ফ্যানেরা অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানাচ্ছে তাকে। সেই পোস্টে দীপিকার স্বামী রণবীর সিং করতালি ইমোজি দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন।