বুধবারের সকালে কোলকাতা সাক্ষী হলো ভয়ংকর এক বাস দুর্ঘটনার । বিবাদী বাগ এলাকায় মহাকরণের সামনে শিয়ালদহ থেকে ঠাকুর পুকুরের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রী বোঝাই বাস এস – ৩এ। হেমন্ত বসু সরণী এলাকায় দীর্ঘদিন ধরে ইস্ট – ওয়েস্ট মেট্রোর কাজ চলার দরুন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় ফুটপাতে এবং ধাক্কা মারে মেট্রো কর্মীদের অস্থায়ী গুমটিতে । বাসের ধাক্কায় গুড়িয়ে যায় সেই গুমটি ।
গুরুতর আহত হন গুমটিতে আটকে পড়া তিন জন মেট্রো কর্মী । অল্পের জন্য রক্ষা পান বাস যাত্রীরা । এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং যান চলাচল কিছুক্ষনের জন্য ব্যাহত হয় । দুর্ঘটনাস্থলে পুলিশ এবং ডিসাস্টার ম্যানেজমেন্ট দলের হস্তক্ষেপে যান চলাচল দ্রুত স্বাভাবিক হতে শুরু করে এবং সূত্র অনুযায়ী আহত তিন জন কর্মীদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।
বাস চালককে আটক করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয় । পুলিশ সূত্রে খবর আহত তিন জন কর্মীর অবস্থা স্থিতিশীল । দুর্ঘটনার ফলে স্থানীয় অঞ্চলের তেমন ক্ষয়ক্ষতি না হলেও মেট্রোর কাজে সাময়িক বাঁধা আসতে পারে ।