ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট এর প্রথম ইনিংসে দূর্দান্ত ব্যাটিং করে বিনোদ কাম্বলির গত ৩০ বছরের রেকর্ড ভাঙলো ইংল্যান্ডের তরুণ খেলোয়াড় হ্যারি ব্রুক। বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন ব্রুক প্রত্যেক ম্যাচে ক্রমাগত রান করে চলেছেন হ্যারি ব্রুক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে এখনও পর্যন্ত ১৮৪ রান করে নট আউট আছেন হ্যারি ব্রুক।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো খেলোয়াড় প্রথম ৯ ইনিংসে এত দিন পর্যন্ত সবচেয়ে বেশি রান ছিল কাম্বলির নামে তিনি ৯ ইনিংসে ৭৯৮ রান করেছিলেন। প্রায় ৩০ বছরেও এই রেকর্ড কোনো খেলোয়াড়ের পক্ষে ভাঙা সম্ভব হয়নি। সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে হ্যারি ব্রুক , প্রথম ৯ ইনিংহসে ব্রুক ৮০৭ রান করেছেন। কাম্বলির পরেই এই তালিকায় ছিলেন হারবার্ট সাটক্লিফ, তিনি প্রথম ৯ ইনিংসে ৭৮০ রান করেছিলেন। এর পর ছিলেন সুনীল গাওস্কর এবং এভার্টন উইকস।
হ্যারি ব্রুক ১৮৪ রানে নট আউট রয়েছেন অন্যদিকে জো রুটও ১০১ রান করে ক্রিজে টিকে রয়েছেন। এখনও পর্যন্ত দুজনের মধ্যে ২৯৪ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। দ্বিতীয় টেস্টে টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিলো ইংল্যান্ডের ক্রিকেট টিম শুরুতে তিনটে উইকেট হারিয়েও প্রথম দিনই স্কোর বোর্ডে ৩১৫ রান তুলে দিয়েছে।